এইমাত্র
  • গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ
  • ইধিকার পর এবার শাকিবের 'বরবাদ' ছবিতে যিশু
  • ‘ডানা’র প্রভাবে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
  • চুয়াডাঙ্গা মহিলা লীগের আলোচিত নেত্রী রুপা অস্ত্রসহ আটক
  • নিষেধাজ্ঞা মুক্ত হয়ে নেতৃত্বে ফিরছেন ওয়ার্নার
  • সীমান্তে পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা
  • নারীর কাছে চাঁদা দাবি করায় যুবদল নেতা বহিষ্কার
  • আসিফ নজরুল কি তখন ঘুমিয়ে ছিলেন, প্রশ্নে ফরহাদ মজহার
  • দামের পারদ ঊর্ধ্বগামী: সবজিতে স্বস্তি, মাছ-মুরগিতে অস্থিরতা
  • শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ কার্তিক, ১৪৩১ | ২৫ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    টেকনাফে লবণ ভর্তি ট্রাকে মিলল ৩২ হাজার ইয়াবা, আটক ২

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম

    টেকনাফে লবণ ভর্তি ট্রাকে মিলল ৩২ হাজার ইয়াবা, আটক ২

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫২ পিএম

    কক্সবাজারের টেকনাফে লবণ ভর্তি একটি ট্রাকে পুলিশ সদস্যরা তল্লাশি অভিযান পরিচালনা করে ৩২ হাজার ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ সড়ক সংলগ্ন সাবরাং ডেগিল্যার বিল এলাকায় লবণভর্তি একটি ট্রাক থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

    এসময় মাদক পাচারে জড়িত থাকার অপরাধে দুই যুবককে আটক করা হয় এবং মাদক বহনকারী ট্রাকটিও জব্দ করতে সক্ষম হয় পুলিশ।

    ধৃত দুই যুবক হচ্ছে-চট্টগ্রামের ডবলমুরিং এলাকার বাসিন্দা দিলদার মিয়া (৪৫),মৌলভীহাট এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম (২৩)।

    বৃহস্পতিবার রাতে অভিযানের বিষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন।

    তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সাবরাং ডেগিল্যার বিল গ্রামীণ সড়ক হয়ে টেকনাফগামী লবণ বোঝাই একটি ট্রাকে করে ইয়াবার বড় চালান পাচার হবে।

    উক্ত সংবাদের ভিত্তিতে সাবরাং প্রধান সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে লবণ বোঝাই ট্রাকে তল্লাশি অভিযান পরিচালনা করে লবণের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ হাজার ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করতে সক্ষম হয় অভিযানিক দল।

    ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, উদ্ধারকৃত ইয়াবার চালানটির মুল মালিক সাবরাং ডেইল্যার বিল এলাকার হোসেন আহমদ। তার নির্দেশ মোতাবেক লবণের ট্রাকে করে ইয়াবার চালান দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। পলাতক আসামি হোসেন দীর্ঘ কয়েক বছর ধরে সু-কৌশলে বৈধ ব্যবসার আড়ালে চালিয়ে যাচ্ছে মাদক পাচার।

    ধৃত এবং পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী হোসেনকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…