এইমাত্র
  • অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত
  • আবারও নাফ নদী থেকে ১৫ নৌকাসহ জেলেদের নিয়ে গেল মিয়ানমার
  • বিএনপি কেমন সংস্কার চায়, জানালেন তারেক রহমান
  • মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ৯ নির্দেশনা
  • হাছান মাহমুদের বক্তব্যকে ‘ভূতের মুখে রামনাম’ বললেন মির্জা ফখরুল
  • ভোলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
  • আপত্তিকর ছবি ছড়াতেন সাবেক স্বামী, অভিমানে গৃহবধূর আত্মহত্যা
  • ক্যারিয়ারের শেষ বেলায় সাকিবকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলল ইসিবি
  • মুন্সিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
  • আজ বুধবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৬ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    র‍্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিং গাড়িতে ডাকাতি

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

    র‍্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিং গাড়িতে ডাকাতি

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম

    অভিনব কায়দায় র‍্যাব পরিচয়ে মোবাইল ব্যাংকিং গাড়িতে ডাকাতি যেন সিনেমাকেও হার মানাবে। চলতি বছরের ২৭ অক্টোবর, সময় আনুমানিক বিকাল সাড়ে তিনটা। একটি বেসরকারী মোবাইল ব্যাংকিং এজেন্টের দুই কর্মকর্তা তাদের সাথে থাকা টাকা নিয়ে প্রাইভেটকারযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে যাত্রা শুরু করে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের উদ্দেশ্যে।

    একই সময়ে একটি মোটরসাইকেলযোগে ডাকাত দলের ২ সদস্যপূর্ব থেকেই মোবাইল ব্যাংকিং কোম্পানির সেই প্রতিনিধিদ্বয়কে অনুসরণ করে ভূক্তভোগীদের অবস্থানের তথ্য ডাকাত দলের নেতাকে সরবরাহ করতে থাকে। এদিকে, ডাকাতির উদ্দেশ্যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালী কৃষ্ণনগর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী রাস্তার উপর আগে থেকে মাইক্রোবাস নিয়ে অবস্থান করছিল ডাকাতদলের বাকি সদস্যরা।

    মোবাইল ব্যাংকিং কোম্পানির কর্মচারীদের সড়কে উঠলেই ডাকাতদলের সদস্যরা তাদের অনুসরণ করতে থাকে এবং সুযোগ বুঝে সেই কর্মচারীদের পথরোধ করে। এসময় ডাকাত দলের ৩/৪ জন সদস্য তাদের গাড়ি থেকে নেমে ব্যাংক কর্মচারীদের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয় ও কর্মচারীদ্বয়কে জিম্মি করে তাদের গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে কর্মচারীদ্বয়কে গাড়ির ভেতরে বিভিন্নভাবে নির্যাতন করে একসময় তাদের হাত-পা বেধে কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকায় ফেলে চলে যায়। এসময় ডাকাত দল ঐ কর্মচারীদের কাছ থেকে ২৫ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় মোবাইল ব্যাংকিং কোম্পানীর ডিস্ট্রিবিউশন ম্যানেজার বাদী হয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে, ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র‍্যাব ১১ সিপিসি ২। পরে দীর্ঘ অভিযানের পর গত ৪ নভেম্বর র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ সিপিসি ২।

    মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন, গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজ্রাকুঞ্চিবাড়ি এলাকার কাছু শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২), একই উপজেলার উত্তর শ্রীপুর এলাকার মোঃ নাসির আলীর ছেলে মোঃ সাজু মিয়া (৩৩), কালিরখামার গ্রামের গয়সল বেপারীর ছেলে মোঃ সাজু (৪৪), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর এলাকার রবিউল আওয়ালের ছেলে মোঃ রিয়াদ (১৯), একই এলাকার আজিজুর রহমানের ছেলে মোঃ সজিব ৩৫, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানারকান্দি এলাকার তপদর হোসেনের ছেলে মোঃ রবিউল (২৬), মাদারীপুর জেলার শিবচর উপজেলার টেংরামারী এলাকার আলী আকবরের ছেলে মোঃ মানিক (৪০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দক্ষিণ কুলচরিত্র এলাকার আবুল কালামের ছেলে মোঃ রিপন সর্দ্দার (২৯),

    কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ডাকাতির ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করি৷ পরে, ডাকাতির ঘটনার সাথে জড়িত কয়েকজন ডাকাতদের পরিচয় শনাক্ত করা হয়।

    বিভিন্ন সূত্র ধরে, পরবর্তীতে সোমবার (৪ নভেম্বর) রাতে জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মূলহোতাসহ ৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব৷ এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, ৩ টি র‍্যাবের জ্যাকেট, ১ টি নকল পিস্তল, ১ টি পিস্তল কভার, ১ টি স্বর্ণের চেইন, ২ টি আংটি, ১ টি ইলেকট্রিক শকার, ২ টি ওয়াকিটকি, ৭ টি মোবাইল, ২ টি র‍্যাব মনোগ্রামযুক্ত স্টিকার, ১ টি লাঠি, ৩ টি টর্চলাইট, ১ টি ওয়ারলেস টকিং টুল, ১ টি হ্যান্ডকাফ, ৮ টি মানিব্যাগ, ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি নোহা প্রাইভেটকার ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

    তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃতরা উক্ত ডাকাতির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করে। তারা ডাকাত দলের নেতা সাইফুল এর নেতৃত্বে তারা প্রায় ১/২ বছর যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…