সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, পুলিশ সদস্যদের সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। প্রশিক্ষণ শেষে নেওয়া শপথ অন্তরে গেথে জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের অতিরিক্ত আইজি ও সিআইডি প্রধান মতিউর রহমান শেখ।
রবিবার (১২ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৪তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল মন্তব্য করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে যে শপথ নিয়েছ সেই শপথকে চাকরি জীবনের সর্বত্র কাজে লাগিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। দেশ ও জাতীর কল্যাণে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, ডেপুটি কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি মাহাফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি মাহাফুজা আক্তার, পুলিশ সুপারগণ ও প্রশিক্ষণার্থীদের পরিবারের সদস্যবৃন্দ।
এর আগে অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। ৬ মাস ব্যাপী টিআরসি প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। ৫৪ তম টিআরসি প্রশিক্ষণ কোর্সে ৭৭৩ জন কনস্টেবল মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।