বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আমন্ত্রণে ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।
ঢাকার পাকিস্তান হাইকমিশনের তথ্য বলছে, শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় আসেন পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল।
জানা গেছে, পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) ৩০ সদস্যের প্রতিনিধিদলটি ৫ দিনের জন্য ঢাকা সফরে এসেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন এফপিসিসিআইয়ের সভাপতি আতিফ ইকরাম শেখ।
পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরে দুই দেশের বাণিজ্য সংস্থার মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। বিশেষ করে চাল আমদানি নিয়ে আলোচনা করা হতে পারে।
পাকিস্তানের ব্যবসায়ীদের রবিবার (১২ জানুয়ারি) বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করার কথা। এছাড়া, সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এবি