রাজবাড়ীর পাংশায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনের নাম ঢাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় পাংশা প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের মালেক প্লাজার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মাসুদ রেজা শিশির, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, যমুনা টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, যায়যায়দিনের কালুখালী প্রতিনিধি ফজলুল হক, কালবেলার জেলা প্রতিনিধি শেখ মোমিন সহ জেলা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের সাংবাদিকবৃন্দ। সঞ্চালনা করেন বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদ।
এসময় বক্তারা সাংবাদিক শামীম হোসেনের নামে যে গায়েবি মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানান। সেই সাথে যারা মিথ্যা মামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে মো. আব্দুল্লাহ বাবু নামে এক ব্যক্তি চোখ হারান। এ ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালসহ ৮৪ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। নাম উল্লেখ করা ৮৪ জন আসামির মধ্যে দৈনিক কালবেলা ও দৈনিক আজকের পত্রিকার পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি মো. শামীম হোসেনকে ৫৮নং আমামি করা হয়।
এইচএ