যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ রয়েছে। এতে নানারকম ভোগান্তির স্বীকার হচ্ছেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, গত ১ জানুয়ারি (বুধবার) থেকে হলের ডাইনিং বন্ধ। ক্যাম্পাসে খাবারের দোকান বা ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীরা পাড়ি জমাচ্ছেন পার্শ্ববর্তী বাজার গুলোতে। ক্যাম্পাস থেকে বাজারের দূরত্ব বেশি হওয়ার দরুন অপচয় হচ্ছে সময়ও। বাজারে খাবারের দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই আর্থিক হিমশিমে পড়তে হচ্ছে।
ছাত্র হলের আবাসিক শিক্ষার্থীরা জানায়, হলের ডাইনিং বন্ধ হওয়ায় তারা চরম সমস্যায় পড়েছে। প্রতিবেলা খাবারের পেছনে ছুটতেই অনেক সময় ও অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে। আর বাইরে বারবার যাতায়াতে ব্যাঘাত ঘটছে পড়াশোনায়ও।
শিক্ষার্থীদের মধ্যে হিরন হোসেন বলেন, হল পরিদর্শনে এসে উপাচার্য স্যার ডাইনিং এ উন্নত মানের খাবার সরবরাহের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কিছু আমরা পাইনি। উপরন্তু ডাইনিং এর কর্মচারীদের বেতনও এতোদিন আমরা শিক্ষার্থীরা চাঁদা তুলে বহন করতাম। যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা। উর্ধ্বমূল্যের বাজারে এভাবে আর সম্ভব না। প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করছে।
আরেক শিক্ষার্থী মো. মাহদী মোর্তজা বলেন, আমরা আশা করছি দ্রুত এ সমস্যার নিরসন হবে। আমরা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে ডাইনিং এ বেতনভুক্ত কর্মচারী নিয়োগ চাই। হলের ফান্ড থেকে একটা অংশ খাবারের ভর্তুকি হিসেবে চাই। আরো বলেন পড়াশোনা করতে এসে খাবারের পিছনে এতো সময় নষ্ট করলে পড়াশোনা করবো কখন। আমরা এ ব্যাপারে প্রভোস্ট স্যারকে জানিয়েছি। ডীন অফিসে লিখিত দিয়েছি। অথচ এতোদিনেও কোনো প্রতিকার পাইনি।
ডাইনিং সংক্রান্ত এসব বিষয়ে ছাত্র হলের হল প্রভোস্ট ড. আব্দুল হালিম বলেন, বিষয়টি আমি অথোরিটিকে বলেছি। বিশ্ববিদ্যালয় থেকে আপাতত ১ জন বাবুর্চি নিয়োগ অর্ডার হয়েছে। শীঘ্রই তিনি কাজে জয়েন করবেন। কিন্তু ডাইনিং পরিচালনার জন্য বাবুর্চিসহ অন্তত ৩ জন কর্মচারী দরকার, যা আমি অথোরিটিকে পুনরায় জানিয়েছি।
ডীন অফিসের লিখিত দেওয়ার ব্যাপারে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীন বলেন, ‘এসব বিষয় প্রভোস্টরা দেখবেন, আমি না।'
এআই