ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে নিজ বাড়িতে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেলোয়ার হোসেন মৃধার (৬৫) মরদেহ।
শনিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে নবগ্রামের স্বল্পসেনা এলাকার নিজ ঘরে দেলোয়ার হোসেনের মরদেহ দেখতে পান তার ছোট ছেলে বাবু মৃধা। এ ঘটনায় মো. সোহরাব (৪০) নামে এক দিনমজুরকে আটক করা হয়েছে।
বাবু মৃধা জানান, তিনি প্রতিদিনের মতো বাবার জন্য খাবার নিয়ে বাড়িতে গেলে একচালা টিনের ঘরের ভেতর চৌকির ওপর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন। দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন এবং একাই গ্রামের বাড়িতে থাকতেন। পরিবারের অন্যান্য সদস্যরা ঝালকাঠি শহরে বসবাস করেন। স্থানীয়রা জানান, মরদেহ পাওয়ার কিছুক্ষণ আগেই দিনমজুর মো. সোহরাব (৪০) নামের এক ব্যক্তিকে দেলোয়ার হোসেন কাজের জন্য বাড়িতে নিয়ে আসেন। তার কাছে বাঁশ বিক্রির সাত হাজার টাকা ছিল।
স্থানীয়দের সন্দেহ, সোহরাব ওই টাকা লুট করার জন্য দেলোয়ার হোসেনকে হত্যা করেছে। এরপর উত্তেজিত জনতা সোহরাবকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, আটক সোহরাবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এনআই