বান্দরবানে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ ওসমান এর বড় ছেলে।
রবিবার (৯ ই মার্চ) বান্দরবান-কেরানীরহাট মহাসড়কের মাঝেরপাড়া নামক স্হানে এই মর্মান্তিক দুর্ঘটনা টি ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের মাঝেরপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ঔষুধ কোম্পানির কাভার্ড ভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে হয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাশেদুল ইসলামের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে
স্হানীয় সুত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত যুবক মোটরসাইকেল চালিয়ে কেরানীহাট থেকে বান্দরবান ফেরারপথে মাঝেরপাড়া এলাকায় চট্টগ্রামগামী একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা টি ঘটে। এতে মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ সময়ের কন্ঠস্বর কে জানান, আমি নিজে এখনো ঘটনাস্থলে আছি। ঘটনা পরিপূর্ণ তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।তবে প্রাথমিক তদন্তে একটি ওষুধের গাড়ীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এনআই