এইমাত্র
  • ওমরাহ ভিসা বন্ধ হয়‌নি, তথ্য সংগ্রহে যে পরামর্শ দিলেন ধর্ম উপদেষ্টা
  • মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
  • গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
  • 'নিজেদের চাহিদা পূরণে মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে'
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    রাজনীতি

    না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে দুদু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

    না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে দুদু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

    দেশে অব্যাহতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, তা সামলাতে না পারলে ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

    সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে আয়োজিত ‘সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট চায়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দিন।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স ৮ মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন। সেই কাজগুলো হলো— তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। তিনি তো গণ-আন্দোলনে ছিলেন না। কোনো গণ-আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল, সেটা আর না বলি। তবে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন।

    শামসুজ্জামান দুদু বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে এই কারণে যে, আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু, আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফায়সালা এখনো করিনি। সেজন্য রাস্তায়ও নামি নাই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে, সেটা আমরাও জানি, আপনারাও জানেন।

    তিনি বলেন, শেখ হাসিনার বিচার ছয় মাসের মধ্যেই হতে পারতো। কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে, মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? যদি উদ্যোগী হন, তাহলে এক বছরের বিচারকার্য তিন মাসে করা সম্ভব।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…