চৈত্র মাসের শুরুতে মৃদু গরম ও অস্বস্তির পর অবশেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।
সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এতে কিছুটা হলেও গরমের আধিক্য কমেছে। আর তাপমাত্রা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করছেন রাজধানীর মানুষজন।
এর আগে সোমবার (১৭ মার্চ) দুপুর ২টা ৮ মিনিটে নিজের ফেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকাসহ এর আশপাশের জেলায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, ঢাকা শহরের উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের সম্ভব্য সময় দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
এদিকে সোমবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমআর-২