পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ও ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা বিএনপি।
উপজেলার খানমরিচ ইউনিয়নে মো. শহিদুল ইসলাম আহবায়ক, মো. আতাউর রহমান খোকন সদস্য সচিব, ভাঙ্গুড়া ইউনিয়নে মো. শামছুল আলম আহবায়ক ও মো. আবেদ আলীকে সদস্য সচিব করে এই দুটি ইউনিয়নের কমিটি অনুমোদন দেয়া হয়।
রোববার (১৬ মার্চ) উপজেলা বিএনপির আহবায়ক মো. নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল আজীজ যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দেয়া হয়।
এদিকে উপজেলার দুটি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক নুর মোজাহিদ স্বপন সময়ের কন্ঠস্বরকে জানান, এই আহবায়ক কমিটিতে নতুন ও পুরাতন ত্যাগী নেতারা স্থান পেয়েছে। এর আগে আরও তিনটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
এমআর