এইমাত্র
  • ওমরাহ ভিসা বন্ধ হয়‌নি, তথ্য সংগ্রহে যে পরামর্শ দিলেন ধর্ম উপদেষ্টা
  • মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত
  • গজারিয়ায় অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
  • 'নিজেদের চাহিদা পূরণে মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে'
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ফের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:০১ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:০১ পিএম

    ফের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:০১ পিএম

    গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ফুয়াং ফুড লিমিটেড-এর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

    মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর টহল দল, শিল্প পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

    অবরোধ প্রত্যাহারের পর শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

    কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম সংকটে রয়েছেন। বেতন না থাকায় ঘরভাড়া পরিশোধ করতে পারছেন না, বাড়িওয়ালারা ভাড়া দিতে চাপ দিচ্ছেন। এছাড়া, দোকানদাররাও বাকিতে কোনো পণ্য দিচ্ছেন না।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, "আমরা মাত্র ৮ হাজার টাকা বেতনে কাজ করি। ১০-১৫ বছর চাকরির পর অবসর নিলে কোনো ক্ষতিপূরণ বা প্রাপ্য সুবিধা দেওয়া হয় না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

    গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

    এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামীকাল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে, বলে জানান তিনি।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…