যশোর-বেনাপোল সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ২ জন আহত হন। হতাহতরা সকলে মোটরচালিত ভ্যানের যাত্রী। বুধবার (১৯ মার্চ) ভোরে ঝিকরগাছার উপজেলার নবীবনগরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের ইকবাল হাসানের মেয়ে রত্না খাতুন (১২) ও সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে৷
দুর্ঘটনায় আহতরা গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন- গদখালী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৩) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)।
জানা গেছে, সাতসকালে অ্যাম্বুলেন্সটি বেনাপোলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীবনগর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরচালিত ভ্যানে ধাক্কা দেয়। আঘাতে ভ্যানের যাত্রীরা সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় উল্লিখিত ৫ জন হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ভ্যান দুমড়েমুচড়ে গেছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলু রহমান খান জানান, ভোর ৬টার দিকে নবীবনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন শিশু রয়েছে। থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। এদিকে, একই গ্রামে ৩ জনের মৃত্যুর ঘটনায় গদখালীতে শোকের ছায়া নেমেছে।
এমআর/ এআই