এইমাত্র
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • কমিশনের বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো দ্রুত কার্যকর করা হবে: প্রধান উপদেষ্টা
  • গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ ফেরানোর আহ্বান ৩ প্রভাবশালী দেশের
  • আজ শনিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২২ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    তারাবির নামাজ পড়তে গিয়ে জুতা চুরির হিড়িক, মুসল্লিদের ক্ষোভ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

    তারাবির নামাজ পড়তে গিয়ে জুতা চুরির হিড়িক, মুসল্লিদের ক্ষোভ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের দুই মসজিদে মুসল্লিদের জুতা চুরির হিড়িক পড়েছে। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে কমপক্ষে ১৫/২০ জনের জুতা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

    বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজের সময় দুই মসজিদে এ জুতা চুরির ঘটনা ঘটে।

    জানা যায়, মির্জাপুরে কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, মির্জাপুর থানার এসআই খাইরুল বাসার, এএসআই শাজাহান হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ ১৫/২০ জন মুসুল্লিদের জুতা চুরি হয়। এদিকে দুই মসজিদ থেকে গণহারে জুতা চুরির ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ বলেন, প্রতিদিনের মতো কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে বক্সে জুতা রেখে তারাবির নামাজ পড়তে যায়। নামাজ শেষে দেখি বক্সে জুতা নেই।

    মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, তার নিজেরও মসজিদ থেকে দুই বার জুতা চুরি হয়েছে।

    মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, মসজিদের জুতা চুরির বিষয়টি জঘন্যতম অপরাধ। খোঁজ নিয়ে জুতা চোরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। সেই সাথে মসজিদে সিসি টিভি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেন তিনি।

    মুসুল্লিদের উদ্দেশে মির্জাপুর থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, মাঝে মধ্যেই মসজিদ থেকে মুসল্লিদের জুতা চুরি হয়ে থাকে। মসজিদ থেকে জুতা চুরিকে তিনি সমাজের মানুষের নৈতিক অবক্ষয় বলে মনে করেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…