নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ডিগ্রি কলেজে স্থাপিত শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
কলেজ প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে কলেজের নৈশপ্রহরী মো. শরীফ মিয়া তারাবীহ নামাজ শেষে ফিরে দেখে কলেজের শহীদ মিনারের কিছু অংশ এবং কয়েকটি বৈদ্যুতিক লাইট ভাঙ্গা। পরে বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিনকে জানানো হয়।
খবর পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘটনাস্থলে এসে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাতেই মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ বিষয় জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, আমরা ধারণা করছি এলাকার মাদকসেবিরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
তিনি আরও জানান, কলেজের শহীদ মিনারে আমরা যে এসএস জাতীয় পাইপ ব্যবহার করেছি তা অনেক দামি। শহীদ মিনারের কিছু অংশ ভেঙ্গে পাইপ নিয়ে গেছে। তাই ধরণা হচ্ছে পাইপ নিয়ে তারা বিক্রী করে দিয়েছে।
এছাড়াও ইতিপূর্বে কলেজের কাটা তারের বেড়া কেটে নিয়ে বিক্রী করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা কলেজ ক্যাম্পাসের লাইট ও শহীদ মিনার ভাংচুর করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসাবে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানোর কেন্দ্রবিন্দুর উপর আঘাত রাষ্ট্রদ্রোহিতার শামিল। সর্বস্তরের জনসাধারণের প্রতি এই নাশকতার সাথে জড়িত সন্ত্রাসীদের সনাক্ত করতে ও বিচারের আওতায় আনার জন্য সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমিন আল জিহান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআই