এইমাত্র
  • প্রধান উপদেষ্টা চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন আজ
  • লাইলাতুল কদরের সন্ধানে আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়
  • বিএনপি নেতার সঙ্গে এনসিপির সারজিস আলমের বাকবিতণ্ডা
  • কয়েদির বেশে পুলিশের হাতে আটক অভিনেতা আফরান নিশো!
  • বেইজিংয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
  • মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের
  • ‘দুইবার বিশ্বকাপ জিতলেই জাতীয় দল থেকে অবসর নেব’
  • গজারিয়ায় ৭০০ ফলের গাছ আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা!
  • ভারতীয়দের ২ হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল মার্কিন দূতাবাস
  • ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট
  • আজ শুক্রবার, ১৪ চৈত্র, ১৪৩১ | ২৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কন্ঠস্বরে সংবাদ প্রকাশের পর

    নাটোরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ প্রশাসনের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৩২ এএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৩২ এএম

    নাটোরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ প্রশাসনের

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৩২ এএম

    নাটোরের নলডাঙ্গায় ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাধনগরের ভট্টপাড়ায় অভিযান চালিয়ে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন।

    এসময় ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানোর ঘোষণা দেওয়া হয়।

    এর আগে "দাম কম হওয়ায় নাটোরে চাহিদা বেড়েছে ঘোড়ার মাংসের" এই শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলাদেশের জনপ্রিয় প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বর সংবাদটি স্থানীয় প্রশাসনের নজরে আসলে ঘোড়ার মাংস বন্ধের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

    জানা গেছে, গতকাল বুধবার উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করে একই এলাকার ইউসুফের ছেলে ফরমাজুল। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলা জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

    মাধনগরের স্থানীয় এলাকাবাসী,আল আমিন,শহিদুলসহ অনেকেই জানান, বুধবার বিকাল থেকে সন্ধার চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে। অনেকে মনে করছেন, ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।

    ঘোড়ার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন, এই মাংস খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু। অনেকে এই মাংস নিয়েছে। তেমন চর্বি নাই। ৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। কিন্তু তিনি ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

    উপজেলা নির্বাহী কমকর্তা রেদওয়ানুল হালিম সময়ের কন্ঠস্বর'কে জানান, দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সার্টিফিকেট নেননি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, এর জন্য ডাক্তারি সার্টিফিকেট নিতে হয়। কিন্তু তিনি ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…