গাজীপুরের কালিয়াকৈরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ জুলাই বিপ্লবের ছাত্র-জনতা হত্যা মামলার আসামি খাইরুল হোসেন দুলালকে গ্রেপ্তার করেছে।
উপজেলার জালশুকা এলাকা থেকে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি খাইরুল হোসেন দুলাল (৫৫) উপজেলার জালশুকা এলাকার বাসিন্দা ও আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা নম্বর ২৬ তারিখ ২৫/৯/২০২৪ ইং এর এজাহারভুক্ত ২০৩ নং আসামী খাইরুল হোসেন দুলাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জালশুকা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন জানান, হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এনআই