এইমাত্র
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • কমিশনের বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো দ্রুত কার্যকর করা হবে: প্রধান উপদেষ্টা
  • গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ ফেরানোর আহ্বান ৩ প্রভাবশালী দেশের
  • আজ শনিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২২ মার্চ, ২০২৫
    শিক্ষাঙ্গন

    আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম
    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

    আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ও সাধারণ শিক্ষার্থীরা।

    শুক্রবার (২১ মার্চ) নিষিদ্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে ফজর থেকে তারা এই কর্মসূচিতে অংশ নেন।

    এদিকে কর্মসূচিটির সূত্রপাত ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় চরিত্র হাসনাত আবদুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি পোস্টের মাধ্যমে। যেখানে তিনি লিখেছেন, ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র চলছে। তবে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না বলেও সেই পোস্টে উল্লেখ্য করেন তিনি। দীর্ঘ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফেসবুকে।

    হাসনাতের করা পোস্টটির সমর্থন জানিয়ে ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট এর নেতৃত্বে সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মণ্ডল, ইয়াশিরুল কবীর, ইসমাইল রাহাত’সহ সমন্বয়ক পরিষদের অন্য সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে বসে পড়েন।

    আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করলে ছাত্র জনতা তা মেনে নেবে না উল্লেখ্য করে শিক্ষার্থীরা বলেন, যদি এমন কিছু ঘটে তবে আমরা পুনরায় কঠোর আন্দোলন গড়ে তুলবো। আমরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ চাই এবং তা করতেই হবে।

    এবিষয়ে ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, দেশের একটি সংঘবদ্ধ চক্র সারা বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল কোনোভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে না। পুরো বাংলাদেশে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

    প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের পরিকল্পনা চলছে, যেখানে শেখ হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফিরিয়ে আনার কৌশল নেওয়া হয়েছে। ১১ মার্চ ক্যান্টনমেন্টে তাঁকে ও অন্যদের প্রস্তাব দেওয়া হয়েছে, তারা তা প্রত্যাখ্যান করেছে। পোস্টে হাসনাত জনগণের সমর্থন চান যেন এই পরিকল্পনা ব্যর্থ করা যায় এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…