এইমাত্র
  • এবার ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিলো লেবানন
  • এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না
  • পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ : রিজওয়ান হাসান
  • ১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
  • সাংবাদিকদের নবম গ্রেডে বেতন ও যোগ্যতা নির্ধারণের প্রস্তাব
  • এবার লেবানন থেকে ইসরাইলে দফায় দফায় রকেট হামলা
  • ভিয়েতনাম থেকে তৃতীয় চালানে এলো ২৯ হাজার টন চাল
  • অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ
  • কমিশনের বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো দ্রুত কার্যকর করা হবে: প্রধান উপদেষ্টা
  • গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ ফেরানোর আহ্বান ৩ প্রভাবশালী দেশের
  • আজ শনিবার, ৮ চৈত্র, ১৪৩১ | ২২ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী নিয়ে দুই ল্যাবস্টাফদের মারামারি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

    কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী নিয়ে দুই ল্যাবস্টাফদের মারামারি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে ‘দালালদের’ মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় দুটি ডায়াগনস্টিক সেন্টারের দুই স্টাফ আহত হন।

    বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।আহতরা হলেন দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস (৩৫) ও হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব (২৬)।

    অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে হাসপাতাল চত্বরে এসব ‘দালালদের’ দৌরাত্ম্য বৃদ্ধিতে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চরমার্টিন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা বেগম জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বের হলে দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস প্রথমে তার গতিরোধ করে কথা বলতে শুরু করে। এ সময় হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব এসে একই রোগীকে তার পরিচিত দাবি করে টানা-হেঁচড়া শুরু করে।

    কথা-কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে কিল-ঘুষির মারামারি শুরু হয়।পরে উপস্থিত অন্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।এদিকে হাসপাতাল চত্বরে ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের নিয়ে ‘দালালচক্রের’ টানা-হেঁচড়া করে লাঞ্চিত করার ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

    প্রতিনিয়ত রোগী সাধারণ ও লোকজনকে ‘দালাল’ চক্রের হাতে লাঞ্চিত হতে হয়।এলাকাবাসীর অভিযোগ,স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ এ হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিয়োজিত ‘দালালরা’ বেপরোয়া হয়ে ওঠে।চিকিৎসাপত্র নিয়ে রোগীরা বের হওয়া মাত্র দালালরা হুমড়ি খেয়ে পড়ে রোগী ও রোগীর স্বজনদের ওপর।

    কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ ঘটনার সত্যতায় বলেন, হাসপাতাল চত্বরে মারামারির ঘটনায় কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তাকে অবগত করেছেন। পক্ষদ্বয়ের কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…