টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার লাঠির আঘাতে চাচা ও চাচী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে উপজেলার লতিফপুর ইউনিয়নের যুগীরকোফা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার যুগীরকোফা গ্রামে মির্জা আবুল কালামের জায়গায় তাঁর ভাই প্রয়াত মির্জা গোলাম মেরাজের পরিবারের সদস্যদের বাথরুম অবস্থিত। মির্জা আবুল কালাম গতকাল দুপুরে কাজের জন্য তাঁর বাড়িতে রাজমিস্ত্রি নেন। এ সময় তাঁর ভাতিজা তাজবির তাঁর বাথরুম ভাঙা হবে ধারণা করে আবুল কালামের টিনের বেড়ায় ইট দিয়ে ঢিল ছুড়তে থাকেন। এ সময় তাঁর চাচী প্রতিবাদ করলে তাজবীর ও তাঁর মা মনোয়ারা বেগম মিলে কালামকে মারধোর করতে থাকেন। ঘটনা দেখে কালামের স্ত্রী শোভনা বেগম এগিয়ে আসলে তাঁরা তাঁকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ক্লিনিকে পাঠান। পরে এ ঘটনায় মির্জাপুর থানায় শোভনা বেগম লিখিত অভিযোগ করেন।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই