চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ’র সন্তুষ্ট লাভের আশায় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়ার সর্ববৃহৎ অর্থনৈতিক ও মানবিক সংগঠন বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি।
শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলার লোহারদিঘী পাড় নামক স্থানে মডার্ণ কমিউনিটি সেন্টারে সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ডাল, ছোলা, পেঁয়াজ, মুড়ি, গুড়, আলু,সেমাই ও তৈলসহ ১৫ কেজি করে ইফতার সামগ্রী।
সংগঠনের প্রধান সমন্বয়ক আবু সাঈদ চৌধুরী টিটু বলেন, ইফতার সামগ্রী বিতরণ কোন দান ও ভিক্ষা নয়, মানবিক সহায়তা মাত্র। বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজকের এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম। সংগঠনের প্রধান সমন্বয়ক আবু সাঈদ চৌধুরি টিটুর সভাপতিত্বে এবং সমন্বয়ক আব্দুলাহ আল নোমানের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ.টি.এম জাহেদ চৌধুরি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম.আবদুর রহিম।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, জাহাঙ্গীর, হারেছ কোম্পানি সমন্বয়ক মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কুতুব উদ্দীন, মিনহাজ উদ্দীনসহ সংগঠনের সমন্বয়ক ও সদস্যরা।
এসআর