এইমাত্র
  • ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
  • ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াতে পারে
  • যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে চাপ বাড়লেও নেই যানযট
  • চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন
  • ভূমিকম্পের পর মিয়ানমার ও থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
  • ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই
  • নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
  • ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন
  • মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও
  • আজ শনিবার, ১৪ চৈত্র, ১৪৩১ | ২৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ঘোষণার থেকেও অতিরিক্ত মূল্যে গজারিয়ায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম

    ঘোষণার থেকেও অতিরিক্ত মূল্যে গজারিয়ায় বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম

    ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এলপিজি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারে নতুন মূল্য ঠিক করা হয়েছে ১ হাজার ৪৫০ টাকায়। তবে গজারিয়ায় বিভিন্ন কোম্পানির নামে এই এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ১৫৫০ টাকায়। সরকারের প্রজ্ঞাপনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।

    মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার আশপাশের এলাকায় দেখা যায় এমন চিত্র। সরকার গত মাসে তুলনায় ২৮ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করলেও গজারিয়া বিক্রি হচ্ছে ১৬৫০ টাকায়। এমন অধিক দামে বিক্রি বিষয়ে জানতে চাইলে ডিস্ট্রিবিউটরের থেকে অধিক মূল্যে কিনতে হয় বলে জানান ব্যবসায়ীরা।

    হোসেন্দী বাজার এলাকার এক খুচরা ব্যবসায়ী বলেন, গ্যাসের দাম তো ওঠা নামা করেই। কিন্তু আমরা তো আনি ডিলারের কাছে থেকে। প্রথমে কোম্পানি বিক্রি করে ডিস্ট্রিবিউটরের কাছে তারপর সেখান থেকে আমাদের কাছে আসে। তাই একটু দাম বাড়ে। সরকার দাম যতোই নির্ধারন করুক কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায় ৩০ টাকা।

    আরেক ব্যবসায়ি জানায়, ১২ কেজির সিলিন্ডারের দাম এখন ১৫৫০ টাকা আর ১৫ কেজির সিলিন্ডারের দাম ১৯৫০ থেকে প্রায় ২০০০ টাকা পর্যন্ত আছে। নামিদামি সিলিন্ডারের দাম বরাবর একটু বেশি থাকে।

    প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংবাদ সম্মেলনে এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬৬৪ টাকা, সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৫১০ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮১২ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম দুই হাজার ৪১৬ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩০২০ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসসহ প্রতি লিটার ৬৬ দশমিক ৪৩ টাকা সমন্বয় করা হয়েছে।

    মুন্সিগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান এলপি গ্যাস যেটা সরকার নির্ধারিত মূল্য সে দামে বিক্রি করতে হবে। কেউ যদি এর চেয়ে বেশি দামে বিক্রি করে। তাহলে এটা আইনুযায়ী একটা অপরাধ। কোন দোকানদার এটা বেশি রাখছে আমাদের একটা লিখিত অভিযোগ দিলে আমরা এটার শুনানী করবো। উভয় পক্ষের বক্তব্য শুনে আইননুযায়ী সিদ্ধান্ত দিবো।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…