ডিপিএলের ম্যাচ খেলতে নেমে সোমবার গুরুতর অসুস্থ হয়ে সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল। তাকে দেখতে এসেছিলেন সাকিব আল হাসানের মা-বাবা। তামিমকে দেখার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন তারা। বলেছেন- ‘আল্লাহ রহম করেছে।’
তামিমের সাথে সাকিবের কথা হয়েছে কিনা এমন প্রশ্নে সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, ‘সাকিবের সাথে তামিমের কথা হয়েছে কিনা আমি জানি না। তামিম ভালো আছে, আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি ও বাসায় যেতে পারবে।’
‘তামিমের বাবা ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের সাথে বিয়ে হওয়ার আগে থেকে আমার সাথে তাদের সম্পর্ক। এ মুহুর্তে তামিমকে দেখলাম, দোয়া করা ছাড়া আর কী করার আছে বলেন। গতকালও তামিমের জন্য নামাজ পড়ে দোয়া করেছি। সুস্থ হোক, ভালো থাকুক।’
তামিমকে দেখতে এসে সাকিব আল হাসানের মা শিরীন আক্তার বললেন, ‘সবাই দোয়া করবেন। আল্লাহ রহম করেছে, অনেক বড় বিপদ থেকে সে রক্ষা পেয়েছে। সবাই দোয়া করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।’
এমআর-২