বরগুনার তালতলীতে রিপন মৃধা ও জলিল মৃধার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে এলাকার দুই নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফকিরহাট থেকে রিপন মৃধা ও জলিল মৃধা বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এসময় লাউপাড়া বাজারে পৌঁছালে পথরোধ করে স্থানীয় বাসিন্দা আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জন সন্ত্রাসীরা রিপন মৃধা ও জলিল মৃধাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় রিপন মৃধা গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় গত (সোমবার ৩১ মার্চ) রিপন মৃধার পিতা আনোয়ার মৃধা বাদী হয়ে তালতলী থানায় আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য পনু মৃধা, শানু মৃধা, চুন্নু মৃধা, রিপন মৃধার স্ত্রী মিনারা বেগম, মা খাদিজা বেগম প্রমুখ।
এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এইচএ