ঈদ শেষে বরিশাল থেকে সড়ক পথে কর্মস্থলে ফিরতে শুরু করেছে যাত্রীরা। সেক্ষেত্রে সড়ক পথ যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়ক সহ নথুল্লাবাদে বাড়তি র্যাব-৮ এর সদস্যরা শনিবার থেকে শুরু করেছে কাজ।
এদিকে বরিশাল ঢাকা মহাসড়কে যানজট কিছুটা কম বলে অনেকটা ঝামেলা মুক্ত হয়ে গন্তব্যে পৌঁছতে পারলেও যাত্রীরা টিকেটের মূল্য বেশী নেয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেছেন, মহাসড়ক যাতে করে যানজট মুক্ত থাকে এজন্য থ্রিহুইলার চলচাল নিয়মের আওতায় এনেছেন। যাত্রীদের কর্মস্থলে ফিরতে সড়ক পথে ভোগান্তি কমাতে তারা র্যাবের বাড়তি সদস্য মোতায়েন করেছেন।
এসআর