যশোরে মোটরপার্টস ব্যবসায়ী জহির আহমেদকে (৫২) ছুরিকাঘাত করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৬ এপ্রিল) ভোরে শহরের আর এন রোডে এ ঘটনাটি ঘটে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জহির আহমেদ আরএন রোড মসজিদ গলির বাসিন্দা এপি হাবিবের বাড়ির ভাড়াটিয়া।
আহত জহির জানান, ভোর সাড়ে ৪ টার দিকে তিনি মনিহার থেকে আর এন রোডের দিকে যাচ্ছিলেন। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে জিম্মি করে কি আছে বের করতে বলে। এসময় দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ে বাঁধা দেওয়ায় তাকে ছুরিকাঘাতে জখম করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, জহিরের অবস্থা আশঙ্কামুক্ত হলেও তিনি গুরুতর। সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে।
এসআর