কালো কোট-গাউন পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। আজ রবিবার (৬ এপ্রিল) থেকে দেশের নিম্ন আদালতসমূহের শুনানিতে কালো এ আদেশ দেওয়া হয়।
গত ২৪ মার্চ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আব্দুল আজিজ ভুঞা স্বাক্ষরিক এক অফিস আদেশে এ ড্রেসকোড পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনক্রমে চলমান তাপপ্রবাহের কারণে আগামী ৬ এপ্রিল থেকে সুপ্রিমকোর্টের অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত/ট্রাইব্যুনাল সমূহের বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নাই।
এর আগে, ২০২৩ সালের ১১ মে আইনজীবী শফিউল আলম অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেন। শফিউলের মৃত্যুতে দেশের বিভিন্ন আদালতের আইনজীবী সমিতি থেকে ড্রেসকোড পরিবর্তনের জন্য একের পর এক চিঠি আসতে থাকে। তখন নড়েচড়ে বসে সুপ্রিমকোর্ট প্রশাসন। এরপর থেকে গরমে ড্রেস কোড পরিবর্তন করে সাদা শার্টের ওপর টাই অথবা কলার ব্যান্ড পরে শুনানির অনুমতি দেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
উল্লেখ্য, ২০২৪ সালের গ্রীষ্মেও ড্রেসকোড শিথিল করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও বিচারক ও আইনজীবীদের জন্য ড্রেসকোড শিথিল করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
এইচএ