নড়াইলে জানালা দিয়ে চেতনানাশক ঔষধ স্প্রে করে বাড়ির সকল সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা সোনার গহনাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত লোকজন শনিবার গভীর রাতে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের ঘরের জানালা দিয়ে চেতনা নাশক ঔষধ স্প্রে করে। এরপর জানালার টিন সরিয়ে ঘরে ঢুকে নগদ অর্থ, ২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, ফ্যান, ৩টি মোবাইল ফোন, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
রোববার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা তৌহিদুল তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিচুর রহমান সোহাগ সময়ের কন্ঠস্বরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের চেতনানাশক স্প্রে করা হয়েছে। তিনজনই হাসপাতালে ভর্তি ও শংকামুক্ত আছেন।
এসআর