কক্সবাজারের টেকনাফের নাফনদীর দেশীয় জলসীমা অতিক্রম করে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাছ শিকার করতে গিয়ে সেদেশের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
পা বিচ্ছিন্ন হওয়া জেলে হচ্ছে- টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত আমতলী এলাকার আলী আহাম্মদর পুত্র মো. ফিরোজ (৩০)।
সুত্রে জানা যায়, রবিবার (০৬ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনাটি সংঘটিত হয়েছে।
এদিকে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন, উখিয়া সীমান্তবর্তী এলাকায় দায়িত্বরত ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, রবিবার দুপুরের দিকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং বিওপির আওতাধীন নাফনদীর দেশীয় উপকুল থেকে দক্ষিণ-পূর্ব দিকে জলসীমা শূন্য লাইন থেকে মিয়ানমার জলসীমায় আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে পা বিচ্ছিন্ন হওয়া এই জেলে মাছ শিকারে গেলে সেই জায়গায় পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় জনতার সহায়তায় তাকে আহত জেলেকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে উর্দ্দশ্যে প্রেরন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এআই