এইমাত্র
  • বরিশালে ব্যবসায়ী হত্যার ঘটনায় বাবা-মেয়ে গ্রেপ্তার
  • বৈশাখে সর্ষে বাটায় ভাপা ইলিশ, রেসিপি দেখুন
  • কালিয়াকৈরে নারীসহ তিন মাদক কারবারি আটক
  • দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি
  • ত্রাণ-সহায়তার না, আফ্রিকার প্রয়োজন দুর্লভ খনিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ
  • হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ
  • পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের বন্দীরা পাবে পান্তা-ইলিশ
  • কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা
  • ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
  • বৈশাখকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে হবিগঞ্জের মৃৎ শিল্পীদের
  • আজ রবিবার, ৩০ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগ সভাপতির ১৪ বছরের কারাদণ্ড

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম
    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

    ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগ সভাপতির ১৪ বছরের কারাদণ্ড

    মো. নজরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ঝালকাঠি) প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পিএম

    ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমানকে (৪২) অস্ত্র মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম গত ১৮ মার্চ ওই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাদিসুর রহমান পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সরকারি কৌঁসুলি (পিপি) মাহেব হোসেন।

    হাদিসুর রহমান পূর্ব চাঁদকাঠি ইউসুফ আলী খান সড়কের সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে। ২০২০ সালে ঝালকাঠি শহরের ডাক্তার পট্টি এলাকায় হাদিসুর রহমানের মালিকানাধীন ফ্ল্যাট থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলিসহ তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

    মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জানুয়ারি দিবাগত রাত দেড়টায় হাদিসুর রহমানের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় ১৬ জানুয়ারি ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন অস্ত্র আইনে হাদিসুর রহমানকে আসামি করে একটি মামলা করেন। ওই বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে আটজন সাক্ষী দিয়েছেন।

    পিপি মাহেব হোসেন বলেন, আদালত সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিকে সাজা দিয়ে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দীন বলেন, আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…