এইমাত্র
  • ২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নীতি সুদহার আবারও বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ডেঙ্গু নিরাময়ে ওষুধ কেনার কথা বলে লুটপাট করেছে আ. লীগ: রিজভী
  • জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
  • অস্কার পেয়েও আক্ষেপ এ আর রহমানের
  • আমিরাতে আরও ৩০০ বাড়ির সন্ধান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের
  • বিভ্রান্তিকর প্রচারণায় ক্ষুব্ধ নেটিজেন, তোপের মুখে ফেসবুক আইডি 'ডিএক্টিভ' সাদিয়া আয়মানের
  • যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন চিত্রনায়িকা কেয়া
  • দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • পঞ্চদশ সংশোধনী বৈধতার বিষয়ে হাইকোর্টে চূড়ান্ত শুনানি ৩০ অক্টোবর
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    আন্তর্জাতিক

    ঘুসের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম

    ঘুসের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০১:২১ পিএম

    পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘুষের অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি এই ঘুস নিয়েছিলেন। এই ঘুস গ্রহণের দায়ে তাকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    এর আগে, গত সপ্তাহে এই মামলার শুনানির সময় টলেডো আদালতকে উদ্দেশ্য করে বলেন, তিনি ক্যানসারের রোগী। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি ক্লিনিকে যেতে চাই। আমি আপনার কাছে আবেদন জানাই, আমাকে সুস্থ হতে দিন অথবা আমাকে নিজ বাড়িতে শান্তিতে মরতে দিন।’

    লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী টলেডো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় টলেডো ক্রমাগত তার বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

    এর আগে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে টলেডোকে গ্রেফতার করা হয়। তারও আগে পেরু তাকে প্রত্যর্পণের অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রের কাছে। তার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে বছরের পর বছর আইনি বিতর্কের পর ২০২২ সালে ফেরত পাঠানো হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…