এইমাত্র
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক
  • বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
  • কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা
  • অবশেষে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
  • মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি মামুন গ্রেফতার
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪

    শিক্ষাঙ্গন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আরেক শিক্ষার্থীর পদত্যাগ
    যাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের উচ্চ পদগুলোতে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে কমিটি থেকে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হাসান। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি এন্ড রিহেবিলিটেশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। গত ২৬ নভেম্বর সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য যশোর জেলা শাখার কমিটি প্রকাশ করা হয়। এতে রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শিদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি ঘোষণার পরদিন নানা অভিযোগ তুলে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।লিখিত পদত্যাগপত্রে ফরিদ উল্লেখ করেন, আমার মনে হচ্ছে কেন্দ্রীয় নেতারা সঠিক পথে নেই। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না। তারা ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার কমিটিতে যাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের উচ্চ পদগুলোতে রাখা হয়েছে এবং তারা কখনো ছাত্র-জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা মনে পোষণ করে না। সেই সাথে কেন্দ্রীয় একজন সমন্বয়ক একজন নেতৃত্বদানকারী ব্যক্তির সাথে খারাপ আচরণ করায় জনগণের কাতারে দাড়িয়ে আমি শাস্তি দাবি করছি। আমি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে কোন দল করতে চাই না। তাই আমি স্বেচ্ছায় সজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার কমিটি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে যদি কখনো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে রাজপথে দাঁড়ানো লাগে আমি আবারও রাজপথে থাকবো ইনশাআল্লাহ।এ ব্যাপারে যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।উল্লেখ্য গত ৩০ নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সজীব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পথ থেকে পদত্যাগ করেন।এইচএ  
    বেরোবিতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি সম্পর্কিত মতবিনিময় সভা
    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘ইনফরমেশন সেশন অন এডুকেশন ইন ইউএসএ অ্যান্ড স্কলারশিপ অপারচুনিটি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেশনে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির ডিরেক্টর অব পাবলিক এংগেজ স্কট হার্টম্যান এবং ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড অ্যালামনাই কো-অর্ডিনেটর এ কিউ এম মুশফিক হাসান। ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির ৫ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশী শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও উপবৃত্তির সুবিধা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন। বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের আয়োজনে ইনফরমেশন সেশনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।এআই
    নোবিপ্রবিতে ট্রেজারার’স রিসেপশন অনুষ্ঠিত
    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্রেজারার’স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় বিভাগের পক্ষ থেকে তাকে বরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) ফলিত গণিত বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিজয়ের মাসে ১৯৭১ এর সকল শহীদ এবং চব্বিশের বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। নোবিপ্রবি ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ট্রেজারার হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত আমাদের এ টিম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে। যেকোন সমস্যা আমরা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো। অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ।নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, শ্রদ্ধা নিবেদন করছি একাত্তরের মুক্তিযুদ্ধের এবং চব্বিশের গণবিপ্লবের সকল শহীদদের প্রতি। চব্বিশের আন্দোলনে যাঁরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি দীর্ঘদিন এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে ট্রেজারার পদে যোগদান করেছি। এটি আমার ব্যক্তিগত কোন অর্জন নয় বরং এটি বিশ্ববিদ্যালয়ের অর্জন। সবাইকে ধন্যবাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগর পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিনসহ  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।এআই
    ইউ‌জি‌সি‌ সদস্য হ‌লেন অধ্যাপক মাছুমা হাবিব
    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) ৪ বছরের মেয়াদে পূর্ণকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স এবং গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাছুমা হাবিব। বুধবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪.৪ (৭১) (বি) ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স এবং গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাছুমা হাবিবকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে ৪ বছর মেয়া‌দে নিয়োগ প্রদান করা হয়েছে।এ বিষ‌য়ে অধ্যাপক ড. মাছুমা হাবিব অনুভূ‌তি বক্ত‌্য ক‌রে বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। গবেষণা, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও আন্তর্জাতিক মান অর্জনে সর্বাত্মক চেষ্টা করব। আমার সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা। কারণ তাদের সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।এইচএ
    ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে স্কুলে ভর্তি, ফি সর্বোচ্চ ৮ হাজার
    দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে মেধাতালিকা, প্রথম অপেক্ষমাণ ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।এ ফলাফলের তালিকা ও ভর্তি নির্দেশনা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।মাউশির নির্দেশনা অনুযায়ী- মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৬ কার্যদিবসের মধ্যে শেষ করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে এরপর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে তিন কর্মদিবসের মধ্যে ভর্তি নেওয়া যাবে। তারপরও আসন ফাঁকা থাকলে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসন পূরণ করতে হবে।ভর্তির ফি ও অন্যান্য খরচদেশের মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫০০ টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় ১ হাজার টাকা, মহানগর এলাকায় (ঢাকা বাদে) সর্বোচ্চ ৩ হাজার টাকা।অন্যদিকে রাজধানীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি ফি নিতে পারবে ৮ হাজার টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি ১০ হাজার টাকা।তাছাড়া রাজধানীর প্রতিষ্ঠানগুলো উন্নয়ন ফি ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না।ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে বলে নির্দেশনা দিয়েছে মাউশি। ২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন।এবি 
    ১ জানুয়ারি থেকে দেশের সব মেডিকেল কোচিং বন্ধ
    প্রশ্নফাঁস ঠেকাতে আগামী ১ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ভর্তি কমিটির সভায় এই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পদক্ষেপ নিতে মন্ত্রণালয় থেকে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে।ডা. রুবীনা ইয়াসমীন বলেন, গত বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এটি আলোচ্য ইস্যু ছিল। আমরা একটি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, জানুয়ারির ১ তারিখ থেকে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখব।তিনি বলেন, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্তটি মূলত আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভা থেকে হয়ে থাকে। কিন্তু মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। তবে ভর্তি কমিটির সভায় মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে এমবিবিএস ভর্তির আবেদন শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।এইচএ
    যবিপ্রবিতে ‘প্যারাসাইট রিসোর্স ব্যাংক পরিচিতি’ শীর্ষক আলোচনা সভা
    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্যারাসাইট রিসোর্স ব্যাংক (Parasite Resource Bank) পরিচিতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসের একাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে Parasite Resource Bank কী, এর এরিয়া, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর পরিধি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।PRB, Bangladesh এর যবিপ্রবি ক্যাম্পাস কো অর্ডিনেটর তানভীর আহমেদ বলেন, ‘এটি একটি ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন। এমন একটি আন্তর্জাতিক রিসার্চ প্রতিষ্ঠানের গর্বিত কোলাবোরেটিভ অংশ হিসেবে PRB যবিপ্রবি ইউনিট আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রিসার্চ ফিল্ডে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মুক্ত করবে।এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়াল লাইভে যুক্ত ছিলেন বাংলাদেশ প্যারাসাইট রিসোর্স ব্যাংক এর পরিচালক ড. তিলক চন্দ্র নাথ তিনি বলেন, ‘আমরা শুধু প্যারাসাইট নয়, পাবলিক হেলথ নিয়েও কাজ করি। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এবিষয়ক বিভিন্ন কাজে পিআরবি যুক্ত। আমি অত্যন্ত আনন্দিত যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এর ৮ম শাখা উদ্ভোধন হতে যাচ্ছে।’উল্লেখ্য, প্যারাসাইট রিসোর্স ব্যাংক সাউথ কোরিয়া বেসড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যা বাংলাদেশের ঢাবি, সিকৃবি, শেকৃবিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ (icddr,b) এর সাথে কাজ করে।এআই
    গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
    এবছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে বলে স্পষ্ট জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।এ সময় তিনি বলেন, গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা নিয়ে আসে। এটি শিক্ষার্থীদের ভর্তির খরচ ও সময় সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। যদিও কিছু চ্যালেঞ্জ আছে, তবে আমরা মনে করি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় সার্বিক সমন্বয় সম্ভব। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার বিষয়ে যবিপ্রবির বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী জানান, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া সহজ এবং আমাদের পরিবারকেও আর্থিকভাবে কম চাপের মধ্যে রাখতে পারে। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের মো. হাসান বলেন, গুচ্ছ পরীক্ষায় অর্থ সাশ্রয় হলেও অনেক কিছুই এখনো ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষার মান ও নিজেদের অবস্থান ধরে রাখতে যবিপ্রবির গুচ্ছ থেকে বের হয়ে আসা উচিৎ বলে মনে করি। প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষে করোনাকালীন সংকট মোকাবিলা করতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু করে। এরপর থেকে শিক্ষার্থীদের মধ্যে মতভেদ সৃষ্টি হলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনো গুচ্ছে থাকার পক্ষে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে চাই।এআই
    নোবিপ্রবিসাসের আয়োজনে 'গল্পে আড্ডায় সাংবাদিকতা' অনুষ্ঠিত
    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) উদ্যোগে গল্পে আড্ডায় ক্যাম্পাস সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় নোবিপ্রবিসাসের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি উপাচার্য এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রধান প্রতিবেদক এবং রিপোর্টাস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)'র সভাপতি একরামুল হক সায়েম। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুলাহ কামরুল। আলোচনা সভায় আলোচকবৃন্দ সাংবাদিকতায় সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে তুলে ধরেন। মুখ্য আলোচক একরামুল হক সায়েম সাংবাদিকতার প্রাথমিক ধারণা, সাংবাদিকতার বিষয়বস্তু, সাংবাদিকতার উদ্দেশ্য, সাংবাদিকতার দায়িত্ব এইসব বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শুদ্ধ উচ্চারণ একজন সাংবাদিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্যাম্পাস সাংবাদিকতা করেন তাদের উচিত ক্যাম্পাসে থাকা সাহিত্য সংগঠনগুলোর সাথে নিজেদের জড়িত রাখা। এছাড়া সাংবাদিকতায় সফল হতে হলে যোগাযোগের দক্ষতার উপরও নিজের দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য ও নোবিপ্রবিসাসের প্রধান পৃষ্ঠপোষক ড.মুহাম্মদ ইসমাইল বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা যে তথ্যের উপর ভিত্তি করে  সংবাদ দিচ্ছেন দয়াকরে সেই তথ্য যাচাই করে নিবেন৷ প্রত্যেকটা নিউজ এক একটা রেকর্ড। আমি বিশ্বাস করি আমাদের সাংবাদিকদের সত্য বের করার জন্য অনুসন্ধানী রিপোর্ট করার সৎ সাহস আছে। আপনারা সত্যটা তুলে ধরবেন৷ সত্যটা তুলে ধরলে কোন কর্মকর্তা কর্মচারী যদি অপরাধী হয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো৷ আমি বিশ্বাস করি আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন।এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাংবাদিকরা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।এবং সাংবাদিক সমিতির এই রকম আয়োজনকে সাধুবাদ জানাই।এআই
    স্কুল থেকে ছাত্ররা কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে: শিক্ষা সচিব
    দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় চলে যাচ্ছে জানিয়ে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ অনুষ্ঠানের আয়োজন করে।তিনি বলেন, আমাদের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি আলাপ করছিলাম। দেখা যাচ্ছে, মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ড্রপআউট (ঝরে পড়া) হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? মাদ্রাসায়...বিশেষ করে কওমি মাদ্রাসায়।’ সিদ্দিক জোবায়ের বলেন, আমি বলছি না, মাদ্রাসা ভর্তি হয়েছিল। মানে তারা সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেছিল। তাহলে একটু বড় হয়েই তারা সাধারণ শিক্ষায় না থেকে মাদ্রাসায় চলে যাচ্ছে কেন? সেই কারণটা খোঁজা জরুরি।’তিনি বলেন, আমি মনে করি, যারা সাধারণ শিক্ষা দিয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষাজীবন প্রবেশ করছে, তারা যেন এখান (স্কুল-কলেজ) থেকে শিক্ষাজীবন শেষ করতে পারেন, সেদিকে নজর দিতে হবে। কারণ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’ লটারির পদ্ধতি আপাতদৃষ্টিতে ভালো উল্লেখ করে শিক্ষাসচিব বলেন, পরীক্ষা বা মেধাভিত্তিক ভর্তি পদ্ধতি থাকলে অভিভাবকরা শিশু সন্তানকে নিয়ে কোচিংয়ে কোচিংয়ে ছুটতেন। আর্থিকভাবে যারা সামর্থ্যবান নয়, তারা ভালো স্কুলে পড়ার কথা চিন্তাও করতো না। আবার ভালো স্কুল, ভালো ছাত্র ছাড়া ভর্তি করতো না। ভালো শিক্ষকের কাছে শেখার সুযোগ থেকে বঞ্চিত হতো সমাজের মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারের শিশুরা। এটা স্পষ্টই বৈষম্য। লটারির মাধ্যমে কিছুটা হলেও তা দূর হবে।’তিনি বলেন, ‘ভালো স্কুল বলতে আমরা এখন কী বুঝি? যে স্কুলে শতভাগ পাস, শতভাগ জিপিএ-৫ পায়; সেটাকে ভালো স্কুল বলে থাকি। তাহলে সব স্কুল যদি এমন ভালো হতো, তাহলে আমাদের লটারি করার প্রয়োজন হতো না। সব অভিভাবক কয়েকটা স্কুলে ভর্তির জন্য হুমড়ি খেয়েও পড়তো না।’সিদ্দিক জোবায়ের বলেন, ‘তবে এটাও সত্য যে লটারি পদ্ধতিতেও আমরা সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে পারছি না। একটা ব্যাপার ভালো যে, আমরা লটারির মাধ্যমে ভর্তিতে বড় অনিয়ম দেখিনি। লটারি পদ্ধতি শুরুর পর ভর্তিতে বড় ধরনের কোনো অনিয়মের কথা শুনিনি। ফলে আমরা ধরে নিচ্ছি, আমাদের হাতে থাকা পদ্ধতিগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভালো।’মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।এইচএ
    স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ
    সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল অনলাইন লটারি অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি পরিচালনায় কারিগরি সহায়তা দিয়েছে টেলিটক।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম এই লটারি কার্যক্রম পরিচালনা করেন।জানা গেছে, এই ভর্তি কার্যক্রম ৩ ধাপে পরিচালনা করা হবে। প্রথম ধাপের লটারি ফলাফল প্রকাশ হবার পর শিক্ষার্থীদের ৬ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। তার   কর্মদিবস পর তৃতীয় ও সর্বশেষ তালিকা প্রকাশ করা হবে। তবে সব ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।দেশব্যাপী ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ৬৮০ টি সরকারি বিদ্যালয়ে মোট ১,০৮,৭১৬ টি শূন্য আসনের বিপরীতে ৬,৩৫,০৭২ টি আবেদন আবেদন গৃহীত হয় এবং ৩১৯৮ টি বেসরকারি বিদ্যালয়ে মোট ১০,০৭,৬৭৩ টি শূন্য আসনের বিপরীতে ৩,৪৮,৪৬৭ টি আবেদন আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদনসমূহ হতে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন ৬৮০ টি সরকারি ও ৩১৯৮ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে গত ১২ নভেম্বর হতে শুরু করে ৩১ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়।ডিজিটাল লটারির ভর্তির ফলাফল https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাওয়া যাবে। এসএমএস এ ফলাফল পেতে GSA<Space> Result<Space>User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।উল্লেখ্য, সরকারি নীতিমালা অনুযায়ী, সাধারণ, ক্যাচমেন্ট, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা, অক্ষম (Disable), সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিবন্ধী কোটাসহ নিয়মানুযায়ী সব কোটা বিবেচনা করা হয়েছে। শূন্য আসন থাকা সাপেক্ষে এবং প্রার্থীর স্ব-স্ব ক্ষেত্রে ক্লাস, শিফট ও পছন্দের ক্রমানুযায়ী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ডিজিটাল অনলাইন লটারি কার্যক্রমে Software এর মাধ্যমে Random পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মোঃ মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব নুরুল মাবুদ চৌধুরী সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।এইচএ
    বেরোবিতে ব্লাড এসোসিয়েশনের নেতৃত্বে স্মরণ-মাসুদ
    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রক্ত নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড এসোসিয়েশন (ব্রুবা) কমিটি গঠন। এতে সভাপতি হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ফেরদৌস স্মরণ ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা।সোমবার (১৬ ডিসেম্বর) উপদেষ্টাদের অনুমোদনক্রমে আগামী এক বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. তারেকুর রহমান, মো. বাসিরুল ইসলাম রাজ, মো. রুবেল, মো. সাদমান সাকিব, মো. রিমন ব্যাপারী, মো. সামসুল আলম সৃজন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেরাজ, মো. শেখ আল ওয়াকিম, মো. ইউসুফ আলী পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন মাহাবুব রিয়াদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. জিহাদুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিম মুন্তাছির প্রচার ও প্রকাশনা সহ-সম্পাদক লিটন রায়, দপ্তর সম্পাদক মো. নুরশেদ আলী সহ-দপ্তর সম্পাদক মো. নিশান বাবু প্রমুখ।এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমন, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ্-আল-মাহবুব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহযোগী ডাঃ মো. জহুরুল হক বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. আব্দুল্লাহ্-আল-সাফী(শুভ)।এইদিকে নতুন কমিটি মহান বিজয় দিবস উপলক্ষে  ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করেন। সকল ভালো কাজকে অভিনন্দন জানিয়ে ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী।সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, মানবিক কাজকে প্রাধান্য দিয়ে আমাদের সংগঠনের পথচলা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তদান ও মানবসেবায় উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা করার লক্ষ্যে এই সংগঠনে(ব্রুবা)র পথচলা শুরু। এই লক্ষ্যকেই সামনে রেখে সবাই নিয়ে সংগঠন পরিচালনা করবো ইনশাআল্লাহ।সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ব্লাড এসোসিয়েশন( ব্রুবা) একটি  স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন । সেই সাথে আরো যোগ করতে চাই রক্তদান কোন তুচ্ছ বিষয় নয় এটি এমন একটি মানবিক কাজ যা একজন মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষা করতে পারে।" তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ "এই ভাবনাকে কেন্দ্র করে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। সেই সাথে আমাদের কমিটির মূল লক্ষ্য হবে রক্তদান কর্মসূচিকে আরো গতিশীল ও জনমুখী করা।এআই
    বেরোবিতে একদিকে বিজয় কনসার্ট অন্যদিকে গাঁজার আসর, আটক ৩
    মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিজয় কনসার্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্যাম্পাসের একদিকে গাঁজার আসর বসিয়েছে একদল শিক্ষার্থী।কনসার্ট চলাকালে ক্যাম্পাস থেকে গাঁজা সেবন করার সময় তিনজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে পুলিশের হাতে তাদের সোপর্দ করা হয়।সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বাংলা রক ব্যান্ড ‘আভাস’-এর সংগীত শিল্পী ও বেরোবি লোক সংগীত ব্যান্ড ‘টঙ্গের গান’-এর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান চলাকালে দর্শক সারির কয়েক জায়গায় বহিরাগত যুবকরা গাঁজা সেবন করতে থাকে ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন বহিগারত যুবককে মাদক সেবনকালে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এদিকে বিজয় দিবসে ক্যাম্পাসে বহিরাগতদের আধিক্য, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনে বিব্রত বোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শফিকুল ইসলাম শফিক নামের এক শিক্ষার্থী বলেন, আজ ক্যাম্পাসে জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল। চারদিকে সিগারেটের ধোঁয়া, গাঁজার গন্ধ ও মেয়ে শিক্ষার্থীদের প্রতি বাজে ইশারা চোখে পড়েছে। অনুষ্ঠানে ১০% শিক্ষার্থী ছিল কি না সন্দেহ আছে। বাকিরা বহিরাগত। এসব কর্ম বিশ্ববিদ্যালয়ের মান খারাপ করছে।সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুর খান বলেন, অনুষ্ঠান দেখে মনে হয়েছে মাইকিং করে গাঁজার দাওয়াত দেওয়া হয়েছিল। টোকাই দিয়ে ভরা ছিল।কামরুল হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আজ অনুষ্ঠান দেখতে গিয়ে গাঁজার গন্ধে থাকতে পারিনি।মোসলেমা আক্তার নামের এক শিক্ষার্থী বলেন, আজ বাজে অভিজ্ঞতা হলো। অনুষ্ঠানের সময় নাচতে নাচতে কয়েকজন যুবক আমাদের দিকে আসছিল। আমাদের নিয়ে বিভিন্ন কথাবার্তাও বলছিল। তাদের কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের সময় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন যুবককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে।বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আজিজ স্বপন বলেন, উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবনের জন্য কয়েকজনকে আটক করা হয়েছিল। তিনজনকে অভিযুক্ত করে থানায় পাঠানো হয়েছে। অন্যদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।এআই
    স্কুলে ভর্তির ডিজিটাল লটারি আজ, ফল জানবেন যেভাবে
    দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আজ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারির আয়োজন করা হয়েছে।তবে শিক্ষার্থী ও অভিভাবকদের লটারির ফলাফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই তারা অনলাইনে দ্রুত ফলাফল জানতে পারবেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।ফল জানা যাবে যেভাবেডিজিটাল লটারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন। মাউশির দেওয়া এই লিংকে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে।মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি। এছাড়া বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন পড়েছে। এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫ বিদ্যালয়ে মোট ফাঁকা আসন ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।মাউশির তথ্য অনুযায়ী, ৬৮০টি সরকারি বিদ্যালয়ে এক লাখ ৮ হাজার ৭১৬ আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ ভর্তিচ্ছু। এছাড়া ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে শূন্য আসন রয়েছে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি। বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ শিক্ষার্থী।এইচএ
    জিবিপিএস এর নেতৃত্বে রানিম-হাদিসুর
    গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আলোকচিত্রীদের সংগঠন ফটোগ্রাফিক সোসাইটির (জিবিপিএস) ৫ম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রানিম এবং সাধারণ সম্পাদক বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী হাদিসুর রহমান তাওহীদ।রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জিবিপিএস কার্যালয়ে এক বছর মেয়াদী কমিটি ঘোষনা করেন ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাধারণ-সম্পাদক নুসরাত তাহসিন রাত্রী।১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের বাকি সদস্যরা; সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল মুক্তাদির সাইমুম, অর্থ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক অনন্যা ইসলাম আনিকা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হাসান।কার্যনির্বাহী সদস্য খালিদ হাসান, মারুফ ইবনে আব্দুল্লাহ, রাইসুল ইসলাম, মো. সামিউল ইসলাম রাব্বি, ফারুক বাদশা, মাকসুদুল আলম এবং অপর্ণা কর্মকার।লিড মেন্টরের দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি মো. রোমন হোসাইন এবং সাধারণ সম্পাদক নুসরাত তাহসিন রাত্রী। সভায় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নুসরাত তাহসিন রাত্রী এবং শিক্ষক উপদেষ্টা এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রভাষক ডা. মো. রুকনুজ্জামান।এআই

    Loading…