এইমাত্র
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক
  • বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
  • কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা
  • অবশেষে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪

    রাজধানী

    অবশেষে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত
    রাজধানীর অদূরে কেরাণীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদের জিম্মিদশা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে যৌথ বাহিনীর তৎপরতায় ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।তিনি বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিন জন ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাতির কথা বলা হয়।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। পরে একে একে ডাকাত দলের সদস্যরা বেড়িয়ে আসে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্যরা চিরকূটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ডাকাত সদস্যেরই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।এবি 
    রাজধানীতে ডাকাতের হাতে জিম্মি রুপালি ব্যাংকের শাখা, ঘিরে রেখেছে র‍্যাব-পুলিশ
    ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালি ব্যাংকের শাখা ডাকাতের হাতে জিম্মির খবর পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতরে গ্রাহক থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে।তারা আরও জানান, ব্যাংকের এই শাখাটিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব। তাঁরা এ ভেতর থেকে বেরিয়ে আসার জন্য মাইকিং করছেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।অভিযান চলমান থাকায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।এবি 
    দুই শিক্ষার্থী হত্যা, জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
    বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে একদল শিক্ষার্থী। হত্যাকারীদের আইনের আওতায় না আনলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ এ হুঁশিয়ারি দেন তারা।সমাবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী নাজিফা জান্নাত বলেন, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অথচ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি দুই শিক্ষার্থী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদ বিন রনি বলেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে ছাত্র-জনতা। এখন ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই শিক্ষার্থী হত্যায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।এর আগে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার বিচারের দাবিতে বুধবার বিকেল ৪টার পর ব্রিজে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করলে ব্রিজের পূর্ব পাশের দুই লেন বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সোয়া ৬টায় এদিকে সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল শুরু করেন। মিছিলটি রামপুরা ব্রিজ হয়ে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটি ঘুরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে শেষ হয়।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর দুই দিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।এসএফ 
    কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
    রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।ঘটনাস্থলে যাচ্ছে আরও ৪টি ইউনিট।বুধবার বিকাল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো জানা যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকাল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যানজটের কারণে রাস্তায় আটকে আছে।দেশের অন্যতম বড় বস্তি এই কড়াইল বস্তিতে তিন লাখেরও বেশি মানুষ বাস করে।মূলত, গুলশান ও মহাখালীর মাঝামাঝি বনানী লেকপাড় এলাকায় কয়েক দশক আগে এই বস্তি গড়ে ওঠে।এসএফ 
    ঢামেকেও সাদ-জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ
    ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। পরে ঢাকা মেডিকেলেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।জানা যায়, ঢাকা মেডিকেলে আহতদের আনা হলে তাদের মধ্যে বেলাল হোসেন (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টিতে (ওসেক) লাইফ সাপোর্টে আছেন।এদিকে বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢামেক হাসপাতালের ভেতরে কয়েক দফায় সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে হাসপাতালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।জুবায়েরপন্থি সমর্থকরা জানান, আজ সমন্বয়কসহ সকালে দুই গ্রুপের মিটিং হওয়ার কথা। কিন্তু সাদপন্থিরা ইজতেমা মাঠে ঢুকে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা জোর করে ইজতেমা মাঠে ঢুকে ঘুমন্ত মানুষের ওপর হামলা চালায়।জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, টঙ্গী এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এখন পর্যন্ত আহত ৪০ জন এসেছেন। এদের মধ্যে বেলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। একজন জরুরি বিভাগের ওসেকে লাইফ সাপোর্টে আছেন।তিনি জানান, সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।এসএফ 
    ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেফতার
    রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিষিদ্ধের পরও রাজনৈতিক তৎপরতার চেষ্টা চালাচ্ছে গ্রেফতার রিভাসহ সংগঠনের অনেকে। তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা এখনও জানা যায়নি। এদিকে নানা সময়ে ‘বিতর্কিত কর্মকাণ্ডের’ জন্য আলোচিত রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
    রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় নিহত ১
    রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তিনি গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোর পরিবহন শাখায় চাকরি করতেন।রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণখান শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।মৃত মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির জানান, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন। এবং দুজনই গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোতে চাকরি করেন। মাসুম পরিবহন শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। মাসুম মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। দক্ষিণখান শহিদনগর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় একটি ট্রাক মাসুমকে চাপা দেয়। তিনি নিজেও সামান্য আহত হন। পরে মাসুমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।মাসুমের বন্ধু হাসিবুল কবির জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামে। মাসুমের বাবার নাম মৃত ইব্রাহিম খলিল। দক্ষিণখান ময়নাটেক এলাকায় থাকতো। সকালে মোটরসাইকেল যোগে গাজীপুর অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হোন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।এআই
    বুদ্ধিজীবী দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
    আগামী শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কিছু কিছু সড়কের বিকল্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিট পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, বিদেশি কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাওয়া-আসা করবেন। ওই এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে ওইদিন (শনিবার) ভোর ৪টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের যানবাহন (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কার, মাইক্রোবাস, সিএনজি ও রিকশা-ভ্যান ইত্যাদি) মিরপুর মাজার রোড (মাজার রোড ক্রসিং হতে মিরপুর ১নং ক্রসিং পর্যন্ত) পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।বিকল্প সড়কগুলো হলো১. যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ সড়ক দিয়ে মিরপুরে আসবে, সেসব যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে গুদারাঘাট হয়ে রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।২. যেসব যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সেসব যানবাহন টেকনিক্যাল মোড়-আনসার ক্যাম্প-বাঙলা কলেজ-মিরপুর ১ নম্বর সড়ক ব্যবহার করবে।৩. যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর গোলচত্বর হতে মিরপুর-১ নম্বর ও মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ হতে ডানে তানিন গ্যাপে ইউটার্ন করে নবাবেরবাগ ক্রসিং বা দিয়াবাড়ি ক্রসিং হয়ে ব্রাদার্স গ্যাপ দিয়ে গাবতলী চলাচল করবে।৪. গাবতলী হতে ঢাকা মুখী যানবাহন ব্রাদার্স গ্যাপ থেকে বামে টার্ন করে বেড়িবাঁধ দিয়াবাড়ি ক্রসিং হয়ে নবাবেরবাগ ক্রসিং দিয়ে গুদারাঘাট ও রাইনখোলা ক্রসিং (চিড়িয়াখানা সড়ক) ব্যবহার করবে।৫. দারুসসালাম থানা এলাকা হতে বিভিন্ন গন্তব্যের যানবাহন ১০ নম্বর কমিউনিটি সেন্টারের রাস্তা ব্যবহার না করে গোলারটেক হয়ে পালপাড়া ঘাট দিয়ে গাবতলী বেড়িবাঁধের রাস্তা দিয়ে দিয়াবাড়ি ও নবাবেরবাগ ক্রসিং দিয়ে চলাচল করবে।দিবসটিতে অনুষ্ঠান চলাকালে নগরবাসীকে পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে ডিএমপি।এবি 
    রাজধানীর আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
    রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেল থেকে হাসানুজ্জামান চৌধুরী (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, খবর পেয়ে রাতে মতিঝিলের পারাবত নামে একটি আবাসিক হোটেলে ১০ তলায় ৯০৫ নম্বর রুমের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, হাসানুজ্জামান চৌধুরী মাঝে মাঝে ঢাকা আসতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হোটেলের ৯০৫ নম্বর রুমে ওঠেন। গ্রামের বাড়ি থেকে ওই ব্যক্তিকে ফোনে না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে হোটেলে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।জানা যায়, তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বৈরাগ গ্রামে। তার পিতার নাম মৃত আমিরুজ্জামান চৌধুরী। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।এবি 
    দারুসসালামে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
    রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধিনস্থ অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় দারুসসালাম থানাধীন গৈদারটেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দারুসসালাম থানা অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির আহ্বায়ক সাইফুর রহমান মানিক উপস্থিত অটোরিকশা চালক মালিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন যাবত অটোরিকশা চালক মালিক শ্রমিকেরা নানা সমস্যায় ভুগছেন। সম্প্রতি গত মাসে হাইকোর্ট অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করার পর অটোরিকশা চালক মালিক সমিতির ব্যাপক আন্দোলনে মুখে এক মাসের জন্য স্থগিতাদেশ দেন হাইকোর্ট। রাজধানীতে দুই সিটি কর্পোরেশনে সরকারি তালিকা অনুযায়ী প্রায় ১২ লক্ষ অটো রিকশা রয়েছে। তবে আমরা ডিএমপি কমিশনার স্যারের সাথে একাধিকবার বসেছি। তিনি বলেছেন আপাতত নতুন কোন অটোরিকশা তৈরি করা যাবে না। আমরা অবশ্যই সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মনীতি মেনে অটোরিকশা চালাবো। এরপরেও কেউ চাঁদাবাজি কিংবা বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করলে আমরা তাদেরকে প্রতিহত করব। আমাদের আরো একটি দাবি, সরকার যদি অটোরিকশা চলাচলে অনুমোদনসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে তালিকা করে লাইসেন্স এবং অনুমতিপত্র প্রদান করেন তাহলে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ সৃষ্টি হবে।আলোচনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আমরা অবশ্যই আঠারো বছর বয়সের নিচে কাউকে অটো রিকশা চালাতে দিবো না। এ লক্ষ্যে সকল অটোরিকশা মালিকদের একাত্মতা প্রকাশ করা জরুরী। সব সময় রিকশা চালনায় গতির দিকে খেয়াল রাখব। আমরা পায়ে চালিত রিকশা থেকে সামান্য বেশি গতিতে রিকশা চালানোর চেষ্টা করব।এ সময় দারুস সালাম থানা অটোরিক্সা মালিক শ্রমিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম বলেন, আমরা পুলিশের নির্দেশনা মেনে অটো রিকশা চালাবো। কেউ মহাসড়কে যাবো না।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দারুস সালাম থানা অটো রিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উপদেষ্টা ও দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল মিয়া বলেন, অটোরিকশা চালনায় সর্বক্ষেত্রে আমরা পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করব। ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলবো।অনুষ্ঠানে এলাকার প্রায় ৩৫০ অটোরিকশা মালিক চালক শ্রমিক উপস্থিত ছিলেন।
    মালিককে হত্যার পর ৩ টুকরো করে পুঁতে রাখলো কর্মচারীরা
    রাজধানীর কামরাঙ্গীরচরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজের পাঁচদিন পর হাসান নগরে নিজের কারখানার মাটির নিচ থেকে স্কিন প্রিন্ট কারখানার মালিক মো. আলমের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, গত ৫ ডিসেম্বর মো. আলম নিখোঁজ হন। পরিবার অনেক খোঁজাখুঁজির পর কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করে। এরপর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।  স্থানীয় সূত্রে জানা যায়, মো. আলমের কারখানার ভেতরে কর্মচারীরা জুয়া খেলছিলেন। মালিক আলম তাতে বাধা দিলে এক পর্যায়ে কর্মচারীরা তাকে আঘাত করে হত্যা করেন। হত্যার পর তারা মরদেহ তিন টুকরো করে কারখানার মেঝেতে গর্ত খুঁড়ে পুঁতে রাখে।  কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কারখানার দুই কর্মচারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে হত্যার আলামত সংগ্রহের জন্য।  এই নির্মম ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, এমন ঘটনা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে।  পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।  এটি একটি মর্মান্তিক ঘটনা, যা সমাজের নৈতিক অবক্ষয়ের করুণ চিত্র তুলে ধরে। মো. আলমের পরিবার এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।এসএফ 
    ‘বাংলাদেশে নির্বাচিত প্রান্তিক সম্প্রদায়ের মাসিক সমতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গিভ বাংলাদেশ ফাউন্ডেশন
    ৭ ডিসেম্বর, শনিবার সকাল ১১টায় গিভ বাংলাদেশ ফাউন্ডেশন (জিবিএফ) এর উদ্যোগে ‘বাংলাদেশে নির্বাচিত প্রান্তিক সম্প্রদায়ের মাসিক সমতা: নীতি ও কর্মসূচির আলোকে’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক এবং ন্যাশনাল পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে ঢাকার আজিমুর রহমান কনফারেন্স হলে। অনুষ্ঠানের আয়োজন করা হয় গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রকল্প “আনচার্টেড রেড ওয়াটারস”-এর আওতায়, যার উদ্দেশ্য বাংলাদেশে প্রান্তিক সম্প্রদায়ের নারীদের মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং নীতি সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরা।প্রকল্পটি মাসিক সমতাকে এমন একটি নীতি হিসেবে সংজ্ঞায়িত করে, যা মাসিক সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞান, ব্যবহারের উপযুক্ত পণ্যের সহজলভ্যতা, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সুবিধা এবং আর্থ-সামাজিক বৈষম্য ছাড়াই সমতা নিশ্চিত করে। গোলটেবিল বৈঠকটি প্রধানত প্রান্তিক সম্প্রদায়ের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (এসআরএইচআর)-এর চ্যালেঞ্জ এবং সুযোগগুলো অন্বেষণ এবং এসআরএইচআর নীতিমালা উন্নয়নে কার্যকর সুপারিশ প্রদান করার লক্ষ্যে আয়োজন করা হয়।গিভ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পটি শেয়ার-নেট ইন্টারন্যাশনালের ‘নলেজ এক্টিভিশন গ্র্যান্ট ২০২৪’ অর্জন করেছে এবং এটি বিশেষ করে বাংলাদেশের যৌনপল্লীভিত্তিক যৌনকর্মী, বেদে (যাযাবর সম্প্রদায়), চা শ্রমিক এবং দৃষ্টিপ্রতিবন্ধী নারীদের মতো উপেক্ষিত গোষ্ঠীগুলোর মধ্যে মাসিক স্বাস্থ্য সচেতনতা আনার জন্য কাজ করছে।এ প্রকল্পটি দুটি পর্যায়ে বাস্তবায়িত হয়েছে—প্রথম পর্যায়ে প্রান্তিক নারীদের মাসিক সমস্যা এবং সচেতনতার অবস্থা নিয়ে সমীক্ষা পরিচালিত হয়, আর দ্বিতীয় পর্যায়ে নীতিনির্ধারকদের সাথে সংলাপের মাধ্যমে কার্যকর অন্তর্দৃষ্টিগুলো নিরূপণ করা হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন—ডা. মইনুল আহসান (ডিজি হেলথ, বাংলাদেশ সরকার), ড. ফারহানা হক (শেয়ার-নেট বাংলাদেশ), আতাউর রহমান মঞ্জু (এমএমএস), সাদিয়া তাসনিম (হাউজ অব ভলেন্টিয়ারস), সালমা মাহবুব (বি-স্ক্যান), ডা. মেহবুবা নূর প্রথা (ইউএনএফপিএ), এবং সালমা আহমেদ (সাজিদা ফাউন্ডেশন)। এছাড়া, চারটি প্রান্তিক সম্প্রদায় থেকে একজন করে প্রতিনিধি সংলাপে অংশগ্রহণ করেন।গোলটেবিল বৈঠকটির উদ্দেশ্য ছিল, প্রান্তিক সম্প্রদায়ের নারীদের মাসিক স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে সচেতনতা সৃষ্টি এবং তাদের জন্য সঠিক স্বাস্থ্যসেবা, পণ্য এবং তথ্য সরবরাহের জন্য কার্যকর নীতি প্রণয়ন করা। এই বৈঠকটি আশা করা হচ্ছে, প্রান্তিক সম্প্রদায়ের নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মাসিক স্বাস্থ্য বিষয়ে তাদের অজ্ঞতা ও অপ্রাপ্যতা দূর করবে।গিভ বাংলাদেশ ফাউন্ডেশন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জনগণের জন্য বিভিন্ন দাতব্য প্রকল্প পরিচালনা করছে। তাদের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ‘প্রজেক্ট অম্বু’ (পানীয় জল), ‘প্রজেক্ট ফলন’ (কৃষকদের জন্য), ‘প্রজেক্ট পথচলা’ (যৌনকর্মীদের সন্তানদের মূলধারায় সংযুক্ত করা), ‘প্রজেক্ট কন্যা’ (মাসিক স্বাস্থ্য সচেতনতা), এবং ‘প্রজেক্ট লড়াই’ (প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন)।এসএফ
    কাফরুলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
    রাজধানীর কাফরুলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কাফরুল থানাধীন ১৫ নম্বর সেকশনের বিজয় রাকিন সিটির ডি ব্লকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ,টি আহমেদুল হক চৌধুরী এসময় সভায় গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক কর্তৃক প্রেশকৃত ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের আয় ব্যয়, নিরীক্ষা হিসাব উপস্থিত সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।সমিতির গঠনতন্ত্রের উপ-বিধির ৮(ঘ) ধারা অনুযায়ী ২০২৫- ২৬ মেয়াদের জন্য ১৫ পনেরো সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সমিতির নবগঠিত কার্যকরী পরিষদ (২০২৫-২০২৬) এর নেতৃবৃন্দরা হলেন সভাপতি, এ.টি আহমেদুল হক চৌধুরী, সহ-সভাপতি (১) শাহজাহান মিয়া, সহ- সভাপতি (২) মাহবুব আলম খান, সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এ,টি,এম খালেদুজ্জামান, অর্থ সম্পাদক (১) মোহাম্মদ আজহারুল হক, অর্থ সম্পাদক (০২) রায়হান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মফিকুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ মহিলা ও বিষয়ক সম্পাদিকা বেগম নাজমা আরেফিন, ক্রিড়া, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আনছার আলী খান, সদস্য (১) মো: আশিকুল হক চৌধুরী, সদস্য (২) আব্দুল হাই, সদস্য (৩) অধ্যাপক ড,আরিফুর রহমান।
    রাজধানীর মিরপুরে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকার নাগরিকদের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় মিরপুর কনভেনশন সেন্টারে ৮ম তলায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এন্ড প্রকিউমেন্ট) হাসান মো. শওকত আলী।এসময় মিরপুর মডেল থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি'র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী।গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায়  এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার।এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমনসহ মিরপুর মডেল থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।এআই
    বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের সভাপতি ধানমন্ডি থেকে গ্রেফতার
    বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই খিলগাঁও থানার মেরাদিয়া বাজার মোড়ে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিল মো. আহাদুল ইসলাম। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তাদের গুলিতে আহাদুল ইসলাম গুরুতর আহত হলে তাকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী মো. আহাদুল ইসলামের বাবা মো. বাকেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলা হয়। সেই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন আহমেদ ফেরদৌসকে ধানমন্ডি থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে খিলগাঁও থানার একটি দল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Loading…