এইমাত্র
  • নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি
  • ব্রাহ্মণবাড়িয়ায় নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা
  • সাতক্ষীরায় বজ্রপাতে মাছ চাষির মৃত্যু
  • সীতাকুণ্ডে পুকুরঘাট থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
  • ঘুরতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল
  • প্রতিবেশী দেশে ইলিশ ও সার চোরাচালানের ঝুঁকি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ ৪ জনকে নিয়ে ঢাকার পথে পুলিশ
  • কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদে দুর্ধর্ষ চুরি
  • ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসীর মৃত্যু
  • পদত্যাগ চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা
  • আজ সোমবার, ১ আশ্বিন, ১৪৩১ | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

    বিনোদন

    অবশেষে গাঁটছড়া বাঁধলেন অদিতি-সিদ্ধার্থ
    অবশেষে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর সাত পাকে বাঁধা পড়লেন তারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই নবদম্পতি।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সূত্র অনুযায়ী, ভারতের ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে বিয়ে সেরেছেন অদিতি-সিদ্ধার্থ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে খুব ছোট আয়াজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি শেয়ার করেছেন অদিতি। ওই ছবিগুলোতে দেখা যায়, সোনালি রংয়ের শাড়িতে বউ সেজেছেন অদিতি। অন্যদিকে, অফ হোয়াইট রংয়ের ধুতি-পাঞ্জাবি পরেছেন সিদ্ধার্থ।ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, তুমি আমার চন্দ্র-সূর্য, তুমি আমার সমস্ত তারা। অনন্তকালের আত্মার সঙ্গী হওয়ার জন্য, হাসির জন্য ভালোবাসা চিরন্তন, আলো এবং জাদু। মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিধু।বিয়ের ছবি প্রকাশ করার পর থেকে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন অদিতি-সিদ্ধার্থ।। অনন্যা পান্ডে লেখেন, ‘দারুণ। অভিনন্দন!’ অভিনেত্রী হংসিকা লেখেন, ‘অভিনন্দন।’ অন্যদিকে দুলকার সালমান লেখেন, ‘অভিনন্দন অদিতি-সিধ। গর্জিয়াস কাপল। ভালোবাসা।’এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অদিতির কমেন্টবক্সে।এর আগে, ভোগ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে অদিতি বলেছিলেন, ‘আমাদের বিয়েটা ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরোনো একটি মন্দিরে হবে, এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন তারা। এরপরই এই জুটিকে নিয়ে প্রেমের জল্পনা শুরু হয় সিনেমাপাড়ায়।তবে ২০২২ সালের ২৮ অক্টোবর ইনস্টাগ্রামে পোস্ট করা সিদ্ধার্থের একটি ছবিই যেন উসকে দেয় তাদের প্রেমের গুঞ্জন। এদিন ছিল অদিতির জন্মদিন। তাই অদিতির সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে প্রেমের সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ।এবি 
    জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন, থাকছেন যারা
    জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’র জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট ১৩ জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছে এই জুরি বোর্ড। রবিবার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সদস্য সচিব হিসেবে আছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। বরাবরের মতোই মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।এ ছাড়াও সদস্য হিসেবে জুরি বোর্ডে আরও রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরি বোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে নতুন এই জুরি বোর্ড।উল্লেখ্য, একই দিন ভিন্ন দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্ট এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত করা হয়। দুই জায়গাতেই সদস্য হিসেবে রাখা হয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।এবি 
    আসাদুজ্জামান নূর গ্রেপ্তার
    সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে বেইলী রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্ৰেপ্তার করে‌ মহানগর গোয়েন্দা পুলিশ।তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।এফএস
    আসছে হাউসফুলের পঞ্চম কিস্তি, থাকছে পাঁচ নায়িকা
    বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমার মধ্যে আছে 'হাউসফুল'। জনপ্রিয়তার কারণে সিনেমাটির কয়েক কিস্তি নিয়ে এসেছেন এর নির্মাতা। 'হাউসফুল' এর  প্রথম পর্ব মুক্তি পায় ২০১০ সালে। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে 'হাউসফুল টু'। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে 'হাউসফুল থ্রি' এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব 'হাউসফুল ফোর'।বিশ্বব্যাপী জনপ্রিয়তায় ভরপুর এই চার কিস্তির সিনেমা ৮০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিই ছিল কমেডিতে ভরপুর। মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার আসছে এই ফ্র্যাঞ্জাইজির পঞ্চম সিনেমা। যা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। যেখানে এক সিনেমাতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। ইতোপূর্বেই জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা। লন্ডনে ৪৫ দিনের বিভিন্ন স্থানে কিছু দৃশ্যের শুটিং হবে সিনেমাটির। লন্ডনের পর মুম্বাইয়েও সিনেমার একটি বড় অংশের শুটিং হবে।
    পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড
    রাষ্ট্রপতির আদেশক্রমে পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। আজ ররিববার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে এ খবর জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করল নতুন কমিটি।সেন্সর বোর্ডের ১৫ সদস্যের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।এছাড়াও রয়েছেন চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, কাজী অভিনেত্রী নওশাবা আহমেদ , আশফাক নিপুণ, মোহাম্মদ নাজিম উদ্দিন (বিশিষ্ট লেখক) ও রফিকুল আনোয়ার রাসেল (প্রযোজক ও পরিচালক)।আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে সাজানো হচ্ছে প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সেই ধারাবাহিকতায় এবার পুনর্গঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। 
    নওশাবা নিপুণ কনকচাঁপাসহ যাদের নিয়ে গঠিত হলো শিল্পী কল্যাণ ট্রাস্ট
    'বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট' নামে শিল্পীদের কল্যাণসাধনে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। অসচ্ছল শিল্পীদের সহায়তা, তাদের কল্যাণে প্রকল্প বাস্তবায়ন, অসুস্থ হলে চিকিৎসা সহায়তা দেওয়া, শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদান, শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য সহায়তাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয় এই ট্রাস্টের মাধ্যমে।আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের নাম ঘোষণা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।১৫ সদস্যের এ তালিকায় রয়েছেন— অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।এছাড়াও বিভিন্ন অঙ্গন থেকে এবার রাখা হয়েছে প্রতিনিধি। এরমধ্যে আছেন কবি কলামিস্ট ও সংগঠক নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুন, অভিনেত্রী নওশাবা আহমেদ, নাট্য ব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সাইয়েদ জামিল।১৫ সদস্যদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড সংক্রান্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর ৪০,০০,০০০০,১১৬,২২.০১২.২২,২১৪, তারিখ: ১৮ এপ্রিল ২০২৩ আংশিক সংশোধনপূর্বক বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১ (২০০১ সনের ৩২ নম্বর আইন) এর ৬নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য সরকার ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করিল।
    একমাত্র আমিই আমাকে নিয়ে হাসতে পারি : স্পর্শিয়া
    শোবিজের আলোচিত নাম অর্চিতা স্পর্শিয়া। পর্দার জীবনের মতোই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন তিনি। দেশের চলমান পরিস্থিতিতে সব ক্ষেত্রেই সংস্কারের দাবি উঠছে। তেমনি শোবিজ অঙ্গনেও নানা ধরনের সংস্কারের দাবি করছেন সংশ্লিষ্টরা।এবার বেশ কিছু বিষয় নিয়ে অভিনেত্রী স্পর্শিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন। অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের মন্তব্য কানাঘুষায় শোনা যেতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, 'পাওনা টাকা চাওয়াতে যে প্রোডাকশন হাউজ, ডিরেক্টর, প্রডিউসার, এক্সিকিউটিভ প্রডিউসারদের কাছে সময়ের সাথে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছি, মেলামেশায় কমতি থাকায় বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিক্টিম প্লে করে ফেক ইমেজ মেনটেইন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে কর্নার্ড (কোণঠাসা) হয়েছি, এসব বিষয়ে যারা প্রডাকশনের ওয়েল-সিস্টেমের দাবিতে নেমেছে তাদের বক্তব্য কি?'স্পর্শিয়া আরও লিখেছেন, 'কিছু যায় আসেনা, এমনেই হটাৎ আমার কৌতুহলী মনে প্রশ্নটি আসলো। আমার কৌতুহলী মন আরও জানতে চায়, যারা (আমারই বন্ধু রূপধারী) যে সব পিছে বলে এবং এক অদ্ভুত প্লে গার্ল ইমেজ তৈরি করেছে আমার, তারা আসলে কতটুকু আমাকে চেনে বা জানে?'অভিনেত্রীর ভাষ্য, 'একমাত্র আমিই আমাকে নিয়ে হাসতে পারি বা কথা বলতে পারি। কারণ, একমাত্র আমিই আমাকে তৈরি করেছি এবং আমার জীবনের প্রতিটি মুহূর্ত একমাত্র আমিই বাঁচি। অন্যরা শুধু তখনই আমার জীবনে আসতে পারবে যখন আমি তাদের সেই অনুমতি দেবো।'এদিকে, স্পর্শিয়া সম্প্রতি আলোচনায় এসেছেন একটি সিনেমাকে কেন্দ্র করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে সিনেমা। ‘কাজী নজরুল ইসলাম’ নামের এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আবদুল আলিম। এই সিনেমায় নজরুলের স্ত্রী নার্গিসের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী স্পর্শিয়াকে, এমন খবর প্রচার হয় দেশের প্রায় সকল গণমাধ্যমে। কিন্তু বিষয়টি সামনে আসার পর স্পর্শিয়া ফেসবুকে লিখেছেন, ছবিটি করার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এ ধরনের খবর আমার বা আমার টিমের পক্ষ থেকেও জানানো হয়নি। সব ঠিকঠাক হলে এটা একটা ভালো কাজ হবে বলে আশা করি।’ 
    মারা গেছেন অভিনেতা ডার্লিংটন মাইকেলস
    প্রখ্যাত দক্ষিণ আফ্রিকান অভিনেতা ডার্লিংটন মাইকেলস আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মাইকেলস। চিকিৎসাও চলছিল তার। তবে শেষরক্ষা হলো না। অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।প্রায় ২০ বছর ধরে নিজের অভিনয় দক্ষতায় ভক্তদের আনন্দিত করে আসছিলেন মাইকেলস। দক্ষিণ আফ্রিকার অন্যতম আইকনিক টেলিভিশন ভিলেন বিবেচনা করা হয়েছিল এই অভিনেতাকে। ইসিডিঙ্গোতে জর্জি ‘পাপা জি’জামদেলার চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি।সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে।ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘এসএবিসি কিংবদন্তি ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বিনোদন শিল্পে অভিনেতার বিশাল অবদান চিরদিন স্মরণ করা হবে। আমরা মাইকেলস পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’এবি 
    ঐশ্বরিয়া-অভিষেকের সংসার ভাঙনের নতুন গুঞ্জন
    বলিউড ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই ঘুরছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনেক মুখরোচক সংবাদও প্রকাশিত হয়েছে।কিন্তু এ নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া পরিষ্কার কিছু জানাননি।সবশেষ আম্বানির পরিবারের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আলোচনা আরও ঘনীভূত হয়। এবার ঐশ্বরিয়া বিচ্ছেদের বিষয়টি আরও নাড়িয়ে দিলেন। খবর : ইন্ডিয়া টুডেআসলেই কি অভিষেক-ঐশ্বরিয়ার ১৭ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে? এমন প্রশ্ন সব অনুরাগীদের মনে জেগেছে। সম্প্রতি অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে বলিউডের এ দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় তাদের মাঝে বৈরি সম্পর্কের আলোচনায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই জল্পনা-কল্পনার আগুনে এবার ঘি ঢেলে দিলেন ঐশ্বরিয়া নিজেই। তার হাত থেকে বিয়ের আংটি উধাও হয়ে গেছে! দুবাইয়ে একটি অনুষ্ঠানে হাতে বিয়ের আংটি ছাড়াই ঐশ্বরিয়াকে হাজির হতে দেখা গেছে। সে সময়ের তার সঙ্গে মেয়ে আরাধ্যাও ছিল।দুবাইয়ের সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক এবং হাতে একটি কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে এ অভিনেত্রীর হাতে শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া তুলে দিয়েছেন। সে সময়ে ঐশ্বরিয়ার হাতের অনামিকা আঙুলে নজর পড়ে নেটিজেনদের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।এদিকে সম্প্রতি অভিষেককেও বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে হাজির হতে দেখা গেছে। মুম্বাইতে সাংবাদিকদের করা ভিডিওতে দেখা গেছে, অভিষেকের আঙুলে বিয়ের আংটি নেই। এবার ঐশ্বরিয়ার হাতেও আংটি না দেখা যাওয়ায় তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা-কল্পনা আবারও নতুন করে শুরু হয়েছে।একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি দুবাই গিয়ে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যার সঙ্গে অভিষেক বচ্চন সময় কাটিয়েছেন। তবে এর ভিডিওতে দেখা গেছে, তিনি স্ত্রী ও কন্যার কাছ থেকে বেশ দূরত্বে ছিলেন। তবে আম্বানী পরিবারের বিয়েতেও তাদের পাশাপাশি বসতে দেখা যায়। সব ঘটনা মিলিয়ে অভিষেক ঐশ্বরিয়ার জুটির বর্তমান সম্পর্ক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন তাদের ভক্তরা।কিছুদিন আগে দাম্পত্য কলহের গুঞ্জন নিয়ে অভিষেক এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন। তবে তাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু না জানালেও গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, ‘এই নিয়ে আমার আসলেই কিছু বলার নেই। এ পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ আমার নিয়ন্ত্রণে নেই। এগুলো নিয়ে কথা বলারও তেমন কিছু নেই।’এবি 
    জটিলতায় পড়েছেন পরীমনি
    ঢালিউড আলোচিত নায়িকা পরীমনি তার প্রাত্যহিক জীবনের আনন্দ-বেদনার প্রায় সব কথাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেন। এবার তিনি ভিসা জটিলতা নিয়ে বিপাকে পড়ার কথা গণমাধ্যমকে জানিয়েছেন।  সম্প্রতি পরীমনি কলকাতায় গিয়েছিলেন শুটিংয়ের কাজে। তিনি সেখানে ‘ফেলুবকশি’ সিনেমার দৃশ্যধারণে অংশ নেন। তবে পুরো কাজ শেষ না করে তিনি দেশে ফিরে আসেন। এখন সেই কাজের বাকি অংশের জন্য আবারও কলকাতায় যাওয়া দরকার। কিন্তু ভারতে যাওয়ার ভিসা নিয়ে জটিলতায় পড়েছেন পরীমনি।এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ হয়েছে। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুত শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’‘ফেলুবকশি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এছাড়া সিনেমাটিতে সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারকে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন দেবরাজ।এবি 
    দেশে আসছে পাকিস্তানি ব্যান্ড দল 'জাল'
    পাকিস্তানের ব্যান্ড দল 'জাল'। দক্ষিণ এশিয়ার মধ্যে বেশ জনপ্রিয় এই ব্যান্ডের। ২০১০ সালে বাংলাদেশে ঈদুল ফিতর উপলক্ষে ব্যান্ডটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি কনসার্টে অংশ নেয়। এরপর কেটে গেছে ১৪ বছর। দেশের মাটিতে আর পারফর্ম করেনি দলটি।তবে 'জাল' ব্যান্ডের ভক্তদের জন্য রয়েছে সুখবর। ১৪ বছর পর দলটি আবারও কনসার্ট করতে আসছে বাংলাদেশে। 'জাল'র বাংলাদেশ সফর নিয়ে ইতোমধ্যেই আয়োজকরা প্রচারণা শুরু করেছে। তাদের বেশকিছু কালজয়ী গানের মাধ্যমে চালানো হচ্ছে এই প্রচারণা।  আয়োজনে রয়েছে অ্যাসেন বাজ, যার্কোনিয়াম ইন্টারন্যাশনাল।আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় 'লিজেন্ডস অব দ্য ডিকেড' শিরোনামের কনসার্টে গাইবে জাল। সঙ্গে দেশের আরও কিছু ব্যান্ড পারফর্ম করবে। যদিও লাইনআপ এখনও চূড়ান্ত হয়নি।পপ ও রক গান নিয়ে ব্যান্ডদল জাল আত্মপ্রকাশ করে পাকিস্তানের লাহোরে ২০০২ সালে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মমতাজ ও আতিফ আসলাম।জাল ব্যান্ডের বর্তমান সদস্য গওহর মমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।
    ভিসা জটিলতায় বন্ধ ঢাকা-কলকাতার নায়িকাদের শুটিং
    চলমান পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দেশের সম্পর্ক অনেকটাই তলানিতে। চলমান পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ভিসা দিচ্ছে দুই দেশেই। যার প্রভাব পড়েছে ঢালিউড ও টলিউড ইন্ডাস্ট্রিতে। এপার বাংলা এবং ওপার বাংলার শিল্পীরা কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। দেশের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ৷ টলিউড সুপারস্টার দেবের বিপরীতে 'প্রতীক্ষা' শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমার শুটিংয়ের জন্য ফারিণের কলকাতা যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি। যার ফলে সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এ অভিনেত্রী। কলকাতা ও যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা ছিল।দেব ছাড়াও মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তী তারকার সঙ্গেও স্ক্রিনশেয়ার করা হতো তার। এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, 'নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না।'দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে ফারিণের। অভিনেত্রী বলেন, ' আক্ষেপ কিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।'একই কারণে কলকাতা যেতে পারছেন না ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণিও। কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। 'ফেলুবকশি' নামে এ সিনেমা নির্মাণ করেছেন ওপার বাংলার দেবরাজ সিনহা। শুটিং শেষ হলেও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী।এ প্রসঙ্গে পরীমণি বলেন, 'আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।'শুধু বাংলাদেশ নয় জটিলতায় ভুগছেন কলকাতার শিল্পীরাও। বাংলাদেশে আসতে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না তারা। এই সেপ্টেম্বরে বাংলাদেশের দুটি সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার প্রখ্যাত দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির। কিন্তু তা সম্ভব হয়নি।আগষ্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে রাশিদ পলাশের পরিচালনায় 'তরী' সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পশ্চিবমবঙ্গের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু সেখানেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা বাধ সেধেছে। নির্মাতা রাশিদ পলাশ বলছেন, 'দুই বাংলার কাজের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হোক আমরা তা চাই না। আমার মনে হয় খুব দ্রুতই সংকট কেটে যাবে এবং আশা রাখছি কাজটিও ভালো করেই শেষ করতে পারব।''আলতাবানু জোছনা দেখেনি' সিনেমায় চুক্তিবদ্ধ হন স্বস্তিকা মুখার্জি। পরিচালক হিমু আকরামের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। এই সিনেমার প্রধান অভিনয়শিল্পী কলকাতার স্বস্তিকার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ৭ বা ৮ সেপ্টেম্বর থেকে। তবে শুটিং শুরু করা সম্ভব হয়নি।পরিচালক হিমু আকরাম বলছেন, 'সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ের পরিকল্পনা রেখেছিলাম। আমাদের সব কিছুই প্রস্তুত, কিন্তু স্বস্তিকা মুখার্জি কলকাতা থেকে ঢাকায় এসে কাজ করবে, ওয়ার্ক পারমিটের আবেদন করে রেখেছি, পাচ্ছি না। ভিসা প্রসেসিংয়েরও একটা জটিলতায় পড়ে গিয়েছি। তাই সিনেমাটি শুরু করা যাচ্ছে না। শুটিং আরও দুই মাস পেছাতে হচ্ছে। ওয়ার্ক পারমিটের অনুমতি কবে পাওয়া যাবে সেটাও জানি না। সিনেমার সব কিছুই চূড়ান্ত হয়ে আছে, সময়মতো শুটিং শুরু না হলে তো একটা ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে।'
    আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা: স্বস্তিকা মুখার্জি
    মায়ের চরিত্রে 'টেক্কা' সিনেমায় দেখা যাবে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। ইতোমধ্যে প্রকাশ্যে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমার টিজার। সেখানে দেখা মিলেছে ওপার বাংলার জনপ্রিয় তারকা দেবের। টিজারে এসিপি অফিসারের চরিত্রে দেখা যায় রুক্মিনীকে।টিজার প্রকাশের অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় স্বস্তিকাকে। সংবাদ সম্মেলনে এই অভিনেত্রী বলেন, "এই ছবিতে আরও একবার আমাকে 'মা' বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এ বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি, আর করব না। কিন্তু সৃজিতের ছবি বলে কথা, আর অসম্ভব সুন্দর গল্প। তাই ছবিটা যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব- আমি যতবার মা হব, সৃজিত ততবার বাবা।"সিনেমায় লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিনেমার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, 'এই ছবিতে আমাকে দেখা যাবে এক লড়াকু মায়ের চরিত্রে। পৃথিবীতে যত রকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই ছবিতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছে।'
    'আমিও হাঁপিয়ে উঠেছি' বললেন নাজিফা তুষি
    বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল 'হাওয়া' শিরোনামের একটি সিনেমা। এতে গুলতি চরিত্রে নজর কাড়েন অভিনেত্রী নাজিফা তুষি। শুরুটা মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও 'হাওয়া' সিনেমা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। যদিও এই সিনেমার পর নতুন করে কোনো কাজ করেননি ছয়মাস। এই সময় বিভিন্ন অভিনয় কর্মশালা, কোর্স করেছেন। প্রাচ্যনাটের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী।তবে বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত নাজিফা তুষি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে যখন কাজ হয়, তখন নিজের মধ্যেও এক ধরনের ছাপ পড়ে। মনে হতো, এ সময়টায় আমার মধ্যে কিছু না কিছু ঢুকছে, যেটা নতুন।'তবে নতুন কাজ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তুষি। অভিনেত্রীর কথায়, সিনেমাটি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও তো কাজের খবর জানাতে ইচ্ছা করে। ভক্তদের আশ্বস্ত করে তুষি বললেন, 'একটি কাজ শেষ হয়েছে। কাজটি পছন্দের পরিচালকের সঙ্গে হয়েছে এবং সেটি ভালো হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন। অভিনেত্রীর ভাষ্য, ভক্তরাও অপেক্ষা করেন। একটা কাজ শেষ করছি। আশাবাদী, কারণ ভালো হয়েছে। যার সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক। যে প্রসেসে কাজটা হয়েছে, এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো।হাওয়া সিনেমার পর অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। ভেবেচিন্তে হ্যাঁ বলেছিলেন এই সিনেমার পরিচালক-প্রযোজককে। কিন্তু তারা কারা, সে বিষয়ে কিছুই বলেননি তুষি। তার কথায়, এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন। তুষি জানান, তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। আপাতত সে অপেক্ষাতেই থাকতে হবে।
    'আলো আসবেই' গ্রুপে থাকা শিল্পীর তালিকা করেছেন তৌসিফ মাহবুব
    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অভিনয়শিল্পী সংঘের যারা একটি নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে অবস্থান নিয়ে অশিল্পীসুলভ আচরণ করেছেন, তাদের সবাইকে পুরো জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবিসহ সংঘ সংস্কারের দাবি তুলেছেন অভিনয়শিল্পীদের একাংশ। ধানমন্ডির রবীন্দ্র সরোবরের 'কথা বলতে চাই, কথা শুনতে চাই' শীর্ষক এক মুক্ত আলোচনা থেকে এ ঘোষণা দেন অর্ধশতাধিক সংস্কারকামী অভিনয়শিল্পী। এ অর্ধশতাধিক শিল্পীর মধ্যে ছিলেন টেলিভিশনের মধ্যমণিরা অর্থাৎ প্রথম সারির কোনো অভিনয়শিল্পী।নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে অবস্থান নেয়া শিল্পীদের তালিকা করেছেন তিনি বলেও জানান। তৌসিফ মাহবুব বলেন,  'যেসব শিল্পীর অশিল্পীসুলভ আচরণের কথা বলা হচ্ছে তাদের অনেকেই তো গা ঢাকা দিয়েছেন। আমরা সবাই চিনি তারা কারা, আমি নিজেও তাদের লিস্ট করে রেখেছি। আমি নিজেও কোনোদিন তাদের সঙ্গে কাজ করব না।'তাদের সঙ্গে কাজ না করার কারণ হিসেবে এই অভিনেতা বলেন,  'কারণ তাদের প্রতি সে সম্মানের জায়গাটা তারা রাখেনি। আমরা সেসব বিষয় মনে রাখি এবং তাদের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকি। আমরা কাজে ফিরে আবারো আগের মতো পরিবেশটা ফিরিয়ে আনার চেষ্টা করি। আমাদের এখন কাজে ফেরা দরকার।'এরই মধ্যে একটি ওটিটির কাজ শেষ করেছেন তৌসিফ মাহবুব। আলফা আই স্টুডিওস এর প্রযোজনায় এটি পরিচালনা করছেন ভিকি জাহেদ। অভিনেতার সহশিল্পী হিসেবে ছিলেন সাদিয়া আয়মান।  এছাড়া চলতি মাসেই অংশ নেবেন নাটকের শুটিংয়ে।'প্রসঙ্গত, ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সক্রিয় ছিলেন তৌসিফ মাহবুব। কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে, জানিয়েছেন প্রতিবাদ। এছাড়া বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। অনুদান দেয়ার পাশাপাশি সশরীরে বন্যার্ত এলাকায় গিয়ে গ্রামবাসীকে রান্না করে খাবার দিয়ে এসেছেন। এবার সংস্কারকামী শিল্পীদের সবাইকে কাজে ফিরতে আহ্বানও জানান তৌসিফ।

    Loading…