এইমাত্র
  • নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি
  • ব্রাহ্মণবাড়িয়ায় নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা
  • সাতক্ষীরায় বজ্রপাতে মাছ চাষির মৃত্যু
  • সীতাকুণ্ডে পুকুরঘাট থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
  • ঘুরতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল
  • প্রতিবেশী দেশে ইলিশ ও সার চোরাচালানের ঝুঁকি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ ৪ জনকে নিয়ে ঢাকার পথে পুলিশ
  • কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদে দুর্ধর্ষ চুরি
  • ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসীর মৃত্যু
  • পদত্যাগ চাইলে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা
  • আজ সোমবার, ১ আশ্বিন, ১৪৩১ | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

    খেলা

    এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড: হার্শা ভোগলে
    পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বিভিন্ন দেশের নজর কেড়েছে বাংলাদেশ। এতদিন ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থ দলটি এবার স্বপ্ন দেখাচ্ছে ফাইনালে খেলার। তাইতো লাল-সবুজের এই দেশটিকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে ক্রিকেট পাড়ায়। ক’দিন বাদেই টেস্ট খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিবেশী এই দেশটির সাবেক ক্রিকেটাররাও জানাচ্ছেন তাদের মতামতের কথা।এই টেস্টকে ঘিরে বাংলাদেশের খুব একটা ভালো সম্ভাবনা দেখছেন না ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা কিংবা বর্তমান খেলোয়াড় মোহাম্মদ শামি। কিন্তু একথার সাথে একমত প্রকাশ করতে পারলেন না জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। দাবি করলেন এটিই নাকি বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড।হার্শা ভোগলে বলেন, এবার আমি বাংলাদেশকে নিয়ে বেশ আশাবাদী। কারণ আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড। তাদের এখন সবচাইতে গতিময় পেসার আছে। সত্যিকারের পেসের কথা যদি বলি যেটাতে কিছু না কিছু হয়, সেটাই আছে নাহিদ রানার মধ্যে। পাকিস্তানের ভালো ভালো ব্যাটারদের ভুগিয়েছে সে। এছাড়া হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তো আছেই।নিজের ইউটিউব চ্যানেলে জানালেন এই দলটিকে ওপরে রাখার কারণ। হার্শার মতে, সাকিব ও মুশফিক খেলা ছেড়ে দিলে তাদের বিকল্প হতে পারেন লিটন ও মিরাজ। হার্শা ভোগলে বলেন, আমার মনে হচ্ছে লিটন ও মিরাজ আরও বড় ভূমিকা নেয়ার জন্য প্রস্তুত। আমি জানি না সাকিব, মুশফিক আর কতদিন খেলবে। তবে এই দুজনের আদর্শ ভূমিকা হতে পারে লিটন ও মিরাজ। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে নিজেদের সামর্থ্যের থেকে এক ধাপ নিচে ব্যাট করছে সবাই। এটা ব্যাটিং গভীরতার খুব ভালো দিক। কিন্তু উপরের দিক থেকে শান্ত ও মুমিনুলদেরও রান পেতে হবে।সবশেষ ফেভারিট হিসেবে ভারতকেই এগিয়ে রেখেছেন হার্শা। কিন্তু জমাট এক লড়াই আশা করছেন বাংলাদেশের কাছ থেকেও। চেন্নাইতে আগামী ১৯ সেপ্টেম্বর মেন ইন ব্লু দের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে নাজমুল শান্ত’র দল।এবি 
    যুক্তরাষ্ট্রে আগুন ঝরালেন সাফউদ্দিন, অভিষেকেই ম্যাচসেরা
    ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এর পর লম্বা বিরতি নিয়েছেন।এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন এই পেস বোলিং এই অলরাউন্ডার। আটলান্টার জার্সিতে অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরালেন তিনি।গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) পারাম ভার্স ক্রিকেট মাঠে আটলান্টা লাইটিংয়ের মুখোমুখি হয়েছিল আটলান্টা ফায়ার। যেখানে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছিল ফায়ার। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি লাইটিং।ম্যাচের শেষ বলে জয়ের জন্য লাইটিংয়ের প্রয়োজন ছিল ৫ রান। বল হাতে ফায়ারের হয়ে ছিলেন সাইফউদ্দিন। চাপ না নিয়ে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত ইয়র্কার করেছেন এই বাংলাদেশি পেসার। তাতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ব্যাটার। তাতে ৪ রানের ব্যবধানে জিতেছে সাইফউদ্দিনের দল।শুধু শেষ ওভারেই নয়, এর আগেও দুর্দান্ত বোলিং করেছেন সাইফউদ্দিন। সবমিলিয়ে ম্যাচে ৩ ওভার বোলিং করে ১৩ রানের বিনিময়ে শিকার করেছেন ৪ উইকেট। যা দলের হয়ে ম্যাচে সেরা বোলিং ফিগার। এর আগে ব্যাট হাতে ৫ বলে করেছেন ৬ রান। এমন পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।এসএফ 
    ভারতের বিপক্ষে যেসব মাইলফলকের হাতছানি টাইগারদের
    আশার প্রদীপ জ্বালিয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে টানা সোম, মঙ্গল ও বুধবার চলবে টানা অনুশীলন। এরপর ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে দুই দলের মধ্যবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টাইগারদের এবারের সফর নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। কদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট ভক্তরা। তবে এর আগে বেশ কিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটাররা।    আসন্ন টেস্ট সিরিজের আগে বেশ কিছু মাইলফলকের হাতছানি বাংলাদেশের ক্রিকেটারদের। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে ইতোমধ্যে পৌঁছে গেছে টিম টাইগার্স। টেস্ট ফরম্যাটে এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১১টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা। ড্র হওয়া টেস্ট দু’টির বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।এই সিরিজ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। ইতোমধ্যে নয়টি দেশের বিপক্ষে টেস্ট জিতেছে টাইগাররা। ভারতকে হারাতে পারলে বাংলাদেশের জয়ের সংখ্যা দুই অঙ্কে পা রাখবে। এ ছাড়া ব্যক্তিগত মাইলফলকের হাতছানিও আছে ক্রিকেটারদের।মুশফিকুর রহিমতিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান স্পর্শ করতে ৯ রান দূরে রয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে শীর্ষে আছেন গত বছর থেকে ক্রিকেট থেকে দূরে থাকা ওপেনার তামিম ইকবাল। তার রান ১৫,১৯২। আর মুশফিকের রান ১৫,১৮৪। দারুণ ছন্দে থাকায় ভারতের বিপক্ষে সিরিজেই তামিমের রেকর্ড দখলে নেওয়ার সুবর্ণ সুযোগ মুশফিকের সামনে। তাইজুল ইসলামসাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। এজন্য ৫ উইকেট প্রয়োজন তার। পাকিস্তান সিরিজেই এই রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল তাইজুলের সামনে। কিন্তু টিম কম্বিনেশনের কারণে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি তাইজুল।মেহেদী হাসান মিরাজভারতের বিপক্ষে সিরিজে ৭ উইকেট শিকার করলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৩শ’ উইকেটের মালিক হবেন পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড় স্পিনার মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় সবার ওপরে আছেন সাকিব। তার শিকার ৭০৮টি উইকেট। পরের দু’টি স্থানে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান। মাশরাফি ৩৮৯ ও মুস্তাফিজ ৩২৩টি উইকেট শিকার করেছেন। ইতিহাস গড়ার সামনে শান্ত  কমপক্ষে ৫ ম্যাচ বাংলাদেশের অধিনায়ক হয়েছেন এমন অধিনায়কদের মধ্যে নাজমুল হোসেন শান্তর রেকর্ডই সবচেয়ে ভাল। মাত্র ৬ ম্যাচ অধিনায়ক হয়েই টপকে গিয়েছেন দেশের ইতিহাসের আগের সব অধিনায়ককে। তবে রেকর্ডের সাপেক্ষে শান্ত অনেক কম ম্যাচই পেয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশের হয়ে একাধিক টেস্ট জয় আছে কেবল চারজনের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মুমিনুল হকের পর এই তালিকায় আসেন নাজমুল হোসেন। এবি 
    বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়
    কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। যেখানে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো ব্রাজিলও। ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শেষ আটে উত্তর কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে বিদায় হয়ে গেছে ব্রাজিলের।উত্তর কোরিয়ার চে উন-ইয়ংয়ের ৪৯ মিনিটের গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। বাকি সময়ে আর গোল শোধ করতে পারেনি ব্রাজিলের মেয়েরা।নারী ফুটবলে উত্তর কোরিয়া বেশ শক্ত প্রতিপক্ষ। এর আগে তারা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে শিরোপাও জিতেছে। এই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তারাই ছিল ফেবারিট।তবে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে নিজেদের সহজাত আক্রমণাত্মক ফুটবল খেলেনি উত্তর কোরিয়া। প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। টুর্নামেন্টে ব্রাজিলই প্রথম দল হিসেবে প্রথমার্ধে এশিয়ার পরাশক্তিদের আটকে রাখে।তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) এগিয়ে যায় উত্তর কোরিয়া। চে উন-ইয়ং ক্রস থেকে বল পেয়ে দারুণ এক গোল করেন। ব্রাজিল তার জবাব দিতে পারেনি।উত্তর কোরিয়ার মেয়েদের বিপক্ষে লক্ষ্যে কেবল ২ বারই শট নিতে পেরেছে ব্রাজিল। প্রতিপক্ষের ডিবক্সে যাওয়া হয়নি একবারও। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাও মেয়েরা।এদিকে টুর্নামেন্টের আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বিদায় করেছে স্বাগতিক কলম্বিয়াকে। নির্ধারিত খেলা শেষ হয়েছিল ২-২ গোলের ড্রয়ে। পেনাল্টি শ্যুটআউটে ৩-০ ব্যবধানে জয় পায় ডাচ মেয়েরা।অন্য কোয়ার্টারে জাপান ১-০ ব্যবধানে জয় পায় স্পেনের বিপক্ষে। আর শেষ কোয়ার্টার ফাইনালে ২-২ ড্রয়ের পর পেনাল্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে জার্মানির মেয়েরা।এবি 
    ৭-১ গোলের জয়ে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা
    উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪। ২৪ দলের এই আসরে দারুণ এক শুরু পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আলবিসিলেস্তেরা।রবিবার রাতে উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ইউরোপিয়ান প্রতিপক্ষ ইউক্রেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। পেট্রো শোতুরমার গোলে ১৮ মিনিটেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। তবে সেখান থেকেই যেন ম্যাচে ফেরার প্রেরণা পায় আলবিসেলেস্তেরা। কেভিন আরিয়েত্তা এই দলে যুক্ত হয়েছিলেন আরেকজনের ইনজুরির সুবাদে। তিনিই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। ক্রিশ্চিয়ান বোরুতোও করেছেন জোড়া গোল। বাকি তিন গোল আসে অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা এবং লুকাস বোলি অ্যালেমিনোর পা থেকে। গ্রুপ ‘সি’ তে আর্জেন্টিনার পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ১৮ তারিখ হবে সেই ম্যাচ। আর শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। ২১ তারিখ হবে সেই ম্যাচ। ২৪ দলের এই আসরে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দল জায়গা পাবে শেষ ষোলোতে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।এবি 
    লেভেল-৩ কোচ হিসেবে আইসিসির স্বীকৃতি পেলেন আশরাফুল
    গত বছর আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে এবার আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন। তাই এখন থেকে আইসিসির লেভেল-৩ কোচ হিসেবে কাজ করতে পারবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন আশরাফুল। পরবর্তীতে বিসিবির সহায়তায় সেই কোর্স সম্পন্ন করেছেন তিনি।এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করে মোহাম্মদ আশরাফুল লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।''এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।'এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইসিবির অধীনে লেভেল -২ কোর্স করেছিলেন আশরাফুল। ইসিবির অধীনে ক্লাব ক্রিকেট খেলতে হলে এই কোর্স করাটা বাধ্যতামূলক। আর টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা থাকলে লেভেল -১ কোর্স না করলেও চলে।এবি 
    সাকিব-মুশফিকের পর কারা হবেন বিকল্প– জানালেন হার্শা ভোগলে
    বাংলাদেশ প্রসঙ্গে বরাবরই বেশ উচ্ছ্বসিত ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টাইগার ক্রিকেটারদের নিয়ে প্রায়ই নানাবিধ মন্তব্য পাওয়া যায় হার্শার কাছ থেকে। ভারতে বাংলাদেশ জাতীয় দলের সফরের আগে নিজের ইউটিউব চ্যানেলে লম্বা সময় কথা বলেছেন টাইগার ক্রিকেটারদের নিয়ে। আলাদা ভাবে বিশ্লেষণের চেষ্টা করেছেন পুরো দল নিয়ে। তবে লম্বা এই কথার মাঝে আলাদা করে উঠে এসেছে বেশকিছু তারকার নাম। ব্যাটিং নিয়ে কথা বলেছেন দীর্ঘক্ষণ। কথা বলেছেন লম্বা ব্যাটিং অর্ডার নিয়ে, ‘তাদের শীর্ষ ৮ ব্যাটারের মধ্যে ২ জন আছে যে উইকেটকিপিং করতে পারে যারা কিনা চাইলে কেবল ব্যাটার হিসেবেও খেলতে পারে। ২ জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছে, অবশ্যই সাকিব আল হাসান, সাথে মেহেদী হাসান মিরাজ – তাকে যতবারই দেখি ততবারই মনে হয় আরও ভালো হচ্ছে। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ বড় দায়িত্বের জন্য প্রস্তুত আছে।’ হার্শা বিশ্বাস করেন দুই সিনিয়র সাকিব ও মুশফিকের অবসরের পরেও টিকে থাকবে বাংলাদেশের শক্ত ব্যাটিং লাইন আপ, ‘সাকিব কতদিন খেলবে আমি জানি না। আমার মনে হয় সে শেষের অনেক কাছাকাছি চলে গিয়েছে। মুশফিকুর রহিমের ক্ষেত্রেও এমনটা বলব তবে তার ব্যাটিং অনেক ভালো হচ্ছে। যদি এই দুইজন বিদায় নেয় তাহলে লিটন এবং মেহেদীর মধ্যে তারা সঠিক রিপ্লেসমেন্ট খুঁজে পাবে। ৫-৮ নম্বরের দিকে দেখুন মুশফিক, সাকিব, লিটন, মিরাজরা ১ ধাপ নিচে খেলছে যেখানে তারা খেলতে পারে তার থেকে।’ তার ভাষ্য ‘টেস্ট ক্রিকেটে আপনি এই বিষয়টি দেখবেন যে ব্যাটাররা কি বেশি উপরে ব্যাট করছে নাকি নিচে করছে। বাংলাদেশের এই লাইনআপে সবাই তাদের সামর্থ্যের কিছুটা নিচে নেমে ব্যাট করছে এবং এটাই নির্দেশ করছে তাদের ব্যাটিংয়ের গভীরতা কতখানি।’ তবে বাংলাদেশ দলের টপ অর্ডারের কাছ থেকেও রান আশা করেন হার্শা, ‘দুইজনের কাছ থেকে বিশেষ করে যারা ভালো টেস্ট প্লেয়ার – অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে ভালো প্লেয়ার কিন্তু এখন রান পাচ্ছে না এবং মুমিনুল হক, যে কিনা অনেক দিন ধরে টেস্টে খেলে আসছে। ফলে এই দুজনকে রান করতে হবে সাথে ওপেনিং থেকেও রান পেতে হবে। পাকিস্তানের সাথে রান তাড়ায় জাকিরের ব্যাটিং ভালো লেগেছিল আমার। সাদমান ইসলাম হয়ত আরও একটু আশা করা যায়। মাহমুদুল হাসান জয়ও ছিল, তবে সে চোটে ছিল কিছু সময় ধরে। শীর্ষ চার যদি রান না পায় তাহলে নিচের ব্যাটারদের উপর চাপ পড়ে। এখানেই বাংলাদেশের বড় পরীক্ষাটা হতে যাচ্ছে।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। চেন্নাইতে হবে সিরিজের প্রথম টেস্ট। ২৭ তারিখ থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। এসএফ 
    পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাসহ টিভিতে আজকের খেলা
    কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।ক্রিকেটনারী টি-টোয়েন্টিপাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
রাত ৮টা, পিটিভি স্পোর্টসফুটবলইন্ডিয়ান সুপার লিগমোহামেডান-নর্থইস্ট
রাত ৮টা, স্পোর্টস ১৮-১হকিএশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিমালয়েশিয়া-জাপান
বেলা ১১টা, সনি স্পোর্টস ১পাকিস্তান-চীন
দুপুর ১টা ৩০ মি., সনি স্পোর্টস ১ভারত-দক্ষিণ কোরিয়া
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১এইচএ
    ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট দল
    ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১টা ৫ মিনিটের একটি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ১৫ ক্রিকেটার। স্কোয়াডের আরেক সদস্য সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিবেন।দলের সঙ্গে যোগ দিতে গতকাল শনিবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ দলের সঙ্গে ভারত যাচ্ছেন এই লঙ্কান কোচ।বড় লক্ষ্য নিয়ে এবার ভারত যাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ভারত। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানকে ধবলধোলাই করে নাজমুল হোসেন শান্তরা এখন দারুণ আত্মবিশ্বাসী। স্পিনার নিয়ে খেলতে অভ্যস্ত বাংলাদেশের পেসাররাও আছেন ফর্মের তুঙ্গে। ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাদের নিয়ে স্বপ্ন দেখছে দেশের ক্রিকেটভক্তরা।এই সফরে ভারতীয়দের বিপক্ষে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের শেষ টেস্ট শুরু করবে টাইগাররা।এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু হবে ৬ অক্টোবর। গোয়ালিয়রে রঙ্গিন পোশাকে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদে।
    বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা
    সম্প্রতি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে টেস্ট সিরিজ খেলেতে মাঠে নামাচ্ছে ভারত। তবে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখছে দেশটি।আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজ। প্রথম টেস্টে সিনিয়র সব ক্রিকেটারদের দলে রেখেছে ভারত। দ্বিতীয় টেস্টেও শক্তিশালী দল হবে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।বিসিআইসিসি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিল থাকছেন না এটা অনেকটাই নিশ্চিত। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজসহ আরও কয়েকজন ক্রিকেটারেরও সিরিজ মিস হওয়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি অনুযায়ী এখানে ঋষভ পান্তের নামটাও যুক্ত হতে পারে।কারণ হিসেবে ওই সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের পরেই নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচে। যা এই আসরের ফাইনাল খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরেই অস্ট্রেলিয়ায় আছে বোর্ডার-গাভাস্কার সিরিজ। টেস্টের এই লম্বা সূচি বিবেচনা করেই শুভমান গিলসহ ক্রিকেটারদের বিশ্রামে রাখা হবে।বাংলাদেশ সিরিজে দুলীপ ট্রফির সবশেষ ইনিংসে সেঞ্চুরি করা ঈশান কিষাণকে দেখা যেতে পারে।এবি 
    জোড়া গোলের রেকর্ড গড়ে প্রত্যাবর্তনের পর যা বললেন মেসি
    দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরে জোড়া গোল করে ভক্ত–সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন লিওনেল মেসি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন তিনি।রবিবার (১৫ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠ ফেরেন মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।এদিন দলকে জিতিয়ে নতুন রেকর্ডও করেছেন মেসি। বর্তমানে এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং সহায়তাও ১৫টি। যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড। প্রত্যাবর্তনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেছেন, সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল। তিনি বলেছেন, ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।মেসির ফেরা নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।এবি 
    অর্থসঙ্কটে পিসিবি, দৈনিক ভাতা বন্ধ পাকিস্তানি ক্রিকেটারদের
    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বেশ কয়েকটি স্টেডিয়ামে সংস্কার কাজ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য তাদের বড় অঙ্কের অর্থ বরাদ্দ করতে হয়েছে। ফলে অর্থসঙ্কটের সম্মুখীন পিসিবি, যার প্রভাব পড়েছে দেশটির নারী ক্রিকেটারদের ওপর। জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটাররা ১ সেপ্টেম্বর থেকে মুলতানে ট্রেনিং ক্যাম্প করলেও, সেখানে কোনো দৈনিক ভাতা পাচ্ছেন না। ঘরের মাঠে পাকিস্তানের মেয়েরা আগামী সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সে উপলক্ষ্যেই তারা এই ক্যাম্প করছে। কিন্তু দৈনিক ভাতা বন্ধ থাকায় খাবারের খরচ ক্রিকেটারদেরই বহন করতে হচ্ছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নারী দলের প্রশিক্ষণ ক্যাম্পে অল্প পরিমাণে দৈনিক ভাতা দেওয়া হত। তবে এবার সেটাও দেওয়া হচ্ছে না। অবশ্য এর জবাবে পিসিবি কর্তারা বলেছেন তারা ক্যাম্পে সদস্যদের আবাসনে থাকার পাশাপাশি তিন বেলা খাবারও দিচ্ছেন, সেই কারণেই নাকি ভাতা দেওয়া হয়নি। আগের ক্যাম্পগুলোতে তিন বেলা খাবার দেওয়া হতো না, ওই সময়ে ভাতা দেওয়া হতো। একজন পিসিবি কর্মকর্তা ক্রিকইনফোকে বলেছেন, বোর্ডের নীতি নির্দেশ করে যে যদি দিনে তিন বেলা খাবার এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয়, তবে সে দিনের দৈনিক ভাতা দেওয়া হবে না।তবে জাতীয় দলের ছেলেদের ক্ষেত্রে নাকি বিষয়টি ভিন্ন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পে বাবর আজমদের জন্য থাকার ব্যবস্থা করার পাশাপাশি খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। একইসঙ্গে দৈনিক ভাতা দেওয়া হয়েছিল তাদের। তবে পরে জানা গিয়েছিল এই দলকে নাকি বিনামূল্যে পুরো খাবার দেওয়া হয়নি, তাই এর পরিবর্তে ক্ষতিপূরণ হিসাবে ভাতা দেওয়া হতো। তবে জানা গেছে, বছরের পর বছর ধরে পাকিস্তানের পুরুষ দলের প্রশিক্ষণ ক্যাম্পগুলোতে সবসময়ই দৈনিক ভাতা দেওয়া হতো এবং দুই বেলা বিনামূল্যে খাবার সরবরাহ হতো প্রায়শই।ছেলে ও মেয়েদের জাতীয় দলে ভিন্ন নিয়ম কেন এ নিয়ে অস্পষ্টতা রয়েছে। এর আগে করাচিতে এপ্রিলে মেয়েদের ক্যাম্প হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজের আগমুহূর্তে। যেখানে পুরো তিনবেলার খাবার সরবরাহ করা হতো ফাতিমা সানা ও নিদা দারদের। একইসঙ্গে তাদের দৈনিক ভাতাও দেওয়া হয়েছিল। এরপর পিসিবি বরাদ্দ কমিয়ে কেবল তিনবেলা খাবার প্রদানের পথে হাঁটছে। যার জন্য নারী ক্রিকেটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেছে ক্রিকইনফো। বাড়ির বাইরে থাকাবস্থায় তারা প্রয়োজনের চেয়ে কম সুযোগ-সুবিধা পাচ্ছেন বলেও ক্ষোভ রয়েছে। তবে একইসঙ্গে কেউ কেউ আশা করছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ভবিষ্যৎ ক্যাম্পে এই অবস্থার উন্নতি হতে পারে।এই পরিস্থিতি তৈরি হয়েছে ভেন্যু সংস্কারে পিসিবির বড় বরাদ্দের পর থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই কাজে দশ বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। যার বড় একটি অংশ লেগে যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামেও বড় অর্থ খরচ করা হবে। পাশাপাশি সংস্কার কাজ চলছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এই তিন ভেন্যুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে পিসিবির।এবি 
    ইংল্যান্ড-অস্ট্রেলিয়াসহ টিভিতে আজকের খেলা
    কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।ফুটবলইংলিশ প্রিমিয়ার লিগটটেনহাম-আর্সেনালসন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১উলভারহ্যাম্পটন-নিউক্যাসলরাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১বুন্দেসলিগাঅগসবুর্গ-সেন্ট পাউলিসন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ১মাইনৎস-ব্রেমেনরাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ১ক্রিকেট৩য় টি-টোয়েন্টিইংল্যান্ড-অস্ট্রেলিয়াসন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ৫সিপিএলসেন্ট লুসিয়া-অ্যান্টিগাআগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ২এইচএ
    ‘আর কেঁদো না, গোট ফিরে আসছে’, মেসির খুদে ভক্তকে মায়ামি
    কোচ জেরার্ডো মার্টিনোর পর ইন্টার মায়ামিও নিশ্চিত করলো, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলায় ফিরছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে দেখতে এক আবেগতাড়িত খুদে ভক্তকে শান্ত করতে এই ঘোষণা দিয়ে রাখলো মেজর লিগ সকার ক্লাব।মেসিকে দেখার জন্য এক মায়ামি ভক্তের কান্নার একটি ভিডিও শেয়ার করে বিশ্বজয়ী অধিনায়কের ফেরার খবর নিশ্চিত করেছে ক্লাব। মেয়েটিকে ভিডিওতে বলতে শোনা গেছে, ‘আমি মেসিকে দেখতে চাই, আমি তার ভক্ত এবং আমি তাকে দেখতে চাই।’ ক্যাপশনে হেরনরা লিখেছে, ‘আর কেঁদো না, গোট (গ্রেটেস্ট অব অল টাইম) আগামীকাল ফিরছে।’মেয়েটির পরিবার পোস্টে মন্তব্য করেছে, ‘সে আমাদের মেয়ে এবং তার নাম সালমা। সে মেসির সঙ্গে দেখা করতে চায়। তার স্বপ্ন পূরণের খুব কাছে সে। ভিডিওটা শেয়ার করার জন্য ইন্টার মায়ামিকে ধন্যবাদ।’সেই যে কোপা আমেরিকার ফাইনালে ছিটকে গেছেন, তার পর থেকে মেসির ফেরা নিয়ে ছিল না কোনও নিশ্চিত তথ্য। অবশেষে মায়ামি কোচ মার্টিনো নিশ্চিত করেন, আর্জেন্টাইন তারকা মাঠে ফিরছেন বাংলাদেশ সময় আগামীকাল রবিবার ভোরে। মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলতে নামছেন তিনি।মেসি ১৪ জুলাই কোপার ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তার সর্বশেষ অবস্থা নিয়ে মার্টিনো বলেছেন, ‘মেসি এখন ভালো আছে। গতকাল সে অনুশীলনেও ফিরেছে। আমাদের কালকের ম্যাচের পরিকল্পনায় সে আছে। অনুশীলনের পরই তাকে নিয়ে আমাদের কৌশল নির্ধারণ করবো। আমরা আবারও বিশ্বের সেরা খেলোয়াড়কে দলে ফিরে পাচ্ছি। তাই এই  পরিস্থিতি নিয়ে আমরা খুব খুশি।’মায়ামি এখন সাপোর্টার্স শিল্ড ও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। খেলেছে ২৭টি ম্যাচ। এখন তাদের সামনে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের হাতছানি।
    ফারুকের পাল্টা প্রশ্ন, তামিম অবসর নিয়েছে নাকি?
    ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘ সময় আড়ালে থাকলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সক্রিয় ভূমিকাতে দেখা গিয়েছিল তামিমকে। গত সপ্তাহে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সভা করেছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সেই সভাতেও দেখা গেছে তামিমকে। এমনিতেই তাকে নিয়ে গুঞ্জন রয়েছে, বিসিবির পরিচালক হচ্ছেন তিনি। যদিও তামিম এখনও অবসর নেননি, তিনি কোনও ক্লাবের কাউন্সিলরও নন। এই অবস্থায় পরিচালক হওয়ার সুযোগই নেই। শনিবার ক্রিকেটারদের বোনাস দিয়েছে বিসিবি। সেই অনুষ্ঠানে তামিমের বোর্ডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে পাল্টা প্রশ্ন করেছেন ফারুক।বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার তামিম খেলায় না ফিরলেও তাকে ক্রিকেটে চান ফারুক। বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, পরিচালক হিসেবে তামিম বোর্ডে আসলে দারুণ ব্যাপার হবে, ‘খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’তার এই বক্তব্যের পরই মূলত তামিমকে নিয়ে গুঞ্জনের ডালাপালা মেলেছে। গত বৃহস্পতিবার বাঁহাতি ওপেনার হুট করেই মিরপুরে আসেন। সেখানে মুশফিকুর রহিম, নাজমুল হোসনে শান্ত, মুমিনুলদের পাশে বসে বোর্ড মিটিংয়ে অংশ নেন। তামিমের মিটিংয়ে উপস্থিত থাকা নিয়ে অনেকেই তার পরিচালক হওয়ার গন্ধ খুঁজে পেয়েছেন। ফারুকের কাছে প্রশ্ন ছিল, তামিম কি বোর্ডে আসছেন? জবাবে ফারুকের প্রশ্ন, ‘(তামিম) আপাতত ক্রিকেটারই, অবসর নিয়েছে নাকি ও!’পরে ফারুক আরও বলেছেন, ‘তামিম এসছিল, আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসতে পারিনি। ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। যেহেতু এখন কঠিন সময়। তো বিপিএল, লিগগুলো কীভাবে হবে ওসব নিয়ে ওদের কিছু প্রস্তাবনা ছিল। ওগুলো নিয়ে আলোচনা করেছি।’বোর্ডে অনেক কাজ করার সুযোগ আছে উল্লেখ করে ফারুক বলেছেন, ‘কাজ করার সুযোগ অনেক জায়গাতে আছে। আমাকে এমনিতেই একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। আমি তো চাই শুধু ক্রিকেট উন্নতিতে বেশি কাজ করতে। বা যখন একটা বোর্ডের পরিধি যখন বিশাল হয়ে যায়, তখন বিভিন্ন বিভাগ বড় আকার ধারণ করে। সেদিকে আমি সংস্কার বলবো না, আমি একটা সিস্টেম উন্নতির দিকে তাকাবো।’এসএফ

    Loading…