এইমাত্র
  • ‘মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা’
  • বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
  • ২০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত হওয়া উচিত: হাইকোর্ট
  • রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ: যা বললেন জাপানের রাষ্ট্রদূত
  • নির্বাচন সংস্কার কমিশন প্রধানের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • ড. ইউনূসকে পাকিস্তান সফরে শাহবাজ শরিফের আমন্ত্রণ
  • অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে চিকিৎসা করে যাচ্ছেন: ডা. রফিক
  • বাংলাদেশকে ৬৮৫ ভারতীয় বিশিষ্ট নাগরিকের খোলা চিঠি
  • কোণঠাসা জ্যোতিকা জ্যোতি, বাড়ি ছাড়তে বাধ্য করলেন বাড়িওয়ালা
  • আজ বৃহস্পতিবার, ৫ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪

    খেলা

    বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন হামজা চৌধুরী
    বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। অবশেষে বাংলাদেশের ফুটবল দলকে যোগ দিতে ফিফা থেকে অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে মিডফিল্ডার হিসেবে খেলেন।এ খবরটি নিশ্চিত করেছেন হামজা নিজেই। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, ফিফা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জন্য তার খেলার অনুমতি দিয়েছে। এর কিছু সময় পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই খবরটি নিশ্চিত করেছে। একই সময়ে লেস্টার সিটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সি পরা ছবি পোস্ট করে এবং ঘোষণা করে যে তিনি তার জাতীয় দলের প্রতিনিধিত্ব পরিবর্তন করেছেন এবং বাংলাদেশ দলের হয়ে খেলবেন।https://www.facebook.com/watch/?v=611938208186604হামজার বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা দীর্ঘদিনের। তিনি ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলার পরেও বাংলাদেশে খেলতে চেয়েছিলেন। তবে, ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই বিষয়ে কিছু সময় নিলেও অবশেষে তাকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে অনুমতি দেয়। হামজা প্রথমে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং পরবর্তীতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনুমতি পান।ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি বড় অর্জন।এসএফ 
    ভারতের কাছে হেরে বাংলাদেশের সুপার ফোর শুরু
    টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর পর্বে ওঠা বাংলাদেশ কঠিন বাস্তবতার তেতো স্বাদ পেল এবার। সেরা চার দলের লড়াইয়ে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল ভারত।আজ বৃস্পতিবার মালয়েশিয়ার বুয়েমাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তোলে বাংলাদেশ। ভারত ৮১ রানের লক্ষ্য টপকে যায় ৮ উইকেট আর ৪৭ বল হাতে রেখেই।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ১৪ রান করেন ওপেনার মোসাম্মৎ ইভা। ১০ নম্বরে নামা হাবিবা ইসলাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪ বলে ১১ রান। এছাড়া ওপেনার ফাহমিদা চয়া ১৪ বলে ১০ ও নিশীতা আক্তার নিশি ১৭ বলে ১০ করেন। বাকিরা সবাই এক অংকে আটকে থাকেন।ভারতের হয়ে ওপেনার গনগাদি তিশা খেলেন ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিকি প্রাসাদ। ওপেনার জি কামালিনি ৪ বলে ০ ও তিনে নামা সানিকা চাকি ৯ বলে ০ রানে আউট হন।সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। অন্যদিকে ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল।এবি 
    বাংলাদেশ–ভারতসহ টিভিতে আজকের খেলা
    প্রতিদিনের মতো আজও ক্রিকেট, ফুটবল ও টেনিসে রয়েছে উল্লেখযোগ্য কিছু খেলা। তাই তো একটু বেছে নিলেই পছন্দ অনুযায়ী সরাসরি খেলা দেখতে পাবেন। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন আজকের শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোথায় কোন খেলা আছে।ক্রিকেটঅনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপবাংলাদেশ–ভারতসকাল ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫শ্রীলঙ্কা–নেপালদুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ৫ এনসিএল টি২০সিলেট বিভাগ–রাজশাহী বিভাগসকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টসঢাকা বিভাগ–বরিশাল বিভাগদুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস২য় ওয়ানডেদক্ষিণ আফ্রিকা–পাকিস্তানসন্ধ্যা ৬টা, পিটিভি স্পোর্টস৩য় নারী টি–টোয়েন্টিভারত–ওয়েস্ট ইন্ডিজসন্ধ্যা ৭–৩০ মিনিট, স্পোর্টস ১৮-১ফুটবলউয়েফা কনফারেন্স লিগচেলসি–শামরকরাত ২টা, সনি স্পোর্টস টেন ২রিয়াল বেতিস–হেলসিঙ্কিরাত ২টা, সনি স্পোর্টস টেন ৩গিমারায়েস–ফিওরেন্তিনারাত ২টা, সনি স্পোর্টস টেন ৫এইচএ
    র‍্যাংকিংয়ে হাসান-মেহেদির বড় অগ্রগতি
    বাংলাদেশের ক্রিকেটার শেখ মেহেদি হাসান এবং হাসান মাহমুদ সম্প্রতি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের অসাধারণ পারফরম্যান্সের কারণে এই অগ্রগতি।মেহেদির বিশাল লাফপ্রথম টি-টোয়েন্টিতে মেহেদি হাসান ক্যারিয়ার সেরা পারফরম্যান্স দেখান। তিনি মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন এবং ম্যাচ সেরার পুরস্কার জেতেন। এই পারফরম্যান্সের জন্য তিনি ১৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে এখন ২৩তম স্থানে আছেন।হাসান মাহমুদের উন্নতিওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৩ উইকেট শিকার করে পেসার হাসান মাহমুদও র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। তিনি ৩৮ ধাপ এগিয়ে বর্তমানে ৪৮তম স্থানে অবস্থান করছেন।টি-টোয়েন্টি বোলারদের মধ্যে বাংলাদেশ দলের শীর্ষস্থানে আছেন তাসকিন আহমেদ। তিন ধাপ উন্নতি করে তার বর্তমান অবস্থান ১৮তম।অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এখনও টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে। বাংলাদেশের তাওহিদ হৃদয় ৬ ধাপ পিছিয়ে এখন ২৯তম স্থানে যৌথভাবে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবসের সঙ্গে অবস্থান করছেন।বিশ্ব ক্রিকেটে অন্যদের অবস্থানওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ৬ ধাপ উন্নতি করে ১৯তম স্থানে।রোভম্যান পাওয়েল ১০ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।পাকিস্তানের বাবর আজম এক ধাপ এগিয়ে এখন ৬ষ্ঠ স্থানে।দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস ৬ ধাপ এগিয়ে ৯ম স্থানে ঢুকেছেন।টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া শীর্ষস্থান ধরে রেখেছেন।এসএফ
    চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারি
    ঢাকার মেট্রোপলিটন আদালত আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন। সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ ৪ আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে। এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন।সাকিব আল হাসান সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগেও আলোচনা এসেছেন। জুলাই মাসের অভ্যুত্থানে দায়ের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানও অভিযুক্ত হয়েছেন। এছাড়া, তার বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগও রয়েছে, যার জন্য অতিরিক্ত জরিমানা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া সাকিব এখনও ওয়ানডে ক্রিকেটে খেলে যাচ্ছেন এবং তিনি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।এবি 
    বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত সাকিব, অপেক্ষা সিরিয়ালের
    লঙ্কান টি১০ সুপার লিগে গলে মারভেলসে খেলার সময়ই বোলিং নিষেধাজ্ঞার খবরটি পেয়েছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে বায়ো মেকানিক্স ল্যাবের পরীক্ষায় ফেল করায় বাংলাদেশের ঘরোয়া লিগ ছাড়া আর কোনো ক্রিকেটে বোলিং করা এখন নিষিদ্ধ এই অলরাউন্ডারের জন্য। তবে বিদেশের লিগে খেলার সুযোগ বজায় রেখে ব্যাটার হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।বোলিং নিষেধাজ্ঞার পর থেকেই নিজের অ্যাকশন ঠিক করতে উদ্যোগী হয়েছেন সাকিব। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে বোলিং অনুশীলনের তথ্য দিয়েছেন তিনি, যা সমর্থকদের জন্য আশার আলো। বিসিবি সূত্রে জানা গেছে, নেটে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন সাকিব, যেখানে তাকে সহায়তা করছেন ভিডিও অ্যানালিস্ট।এদিকে জানা গেছে, ভারতের চেন্নাইয়ের বায়োমেকানিক্স ল্যাবে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গেও সাকিব নিয়মিত যোগাযোগ করছেন। গলে মারভেলসে খেলার সময়ই তিনি নেটে বোলিং নিয়ে কাজ শুরু করেন। ভিডিও অ্যানালিস্টের মাধ্যমে নিজের ফুটেজ বিশ্লেষণ করিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনছেন তিনি।অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। পরে রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে বিসিবি এইচপির ক্যাম্পে অ্যাকশন ঠিক করেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় কোনো প্রশ্ন ওঠেনি তার বোলিং নিয়ে। কিন্তু সম্প্রতি ইংলিশ কাউন্টিতে একটি ম্যাচে ৬৩ ওভার বল করার পর সমস্যা দেখা দেয়।বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, আঙুল ফোলা ও ব্যথা নিয়ে বোলিং করেছিল সাকিব। যে কারণে কিছু ডেলিভারি এদিক-ওদিক হয়েছে। ম্যাচে যেমন বল করেছিল, ল্যাবের টেস্টেও তেমন করায় ত্রুটি ধরা পড়ে। তবে আমার বিশ্বাস, সাকিব এখন পরীক্ষা দিলে তার অ্যাকশনে কোনো সমস্যা থাকবে না। কারণ ইংলিশ কাউন্টির পর তিনি ভারতের টেস্ট সিরিজেও খেলেছেন। বোলিং নিষেধাজ্ঞার কারণে সাকিবকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল বিসিবি। তবে তার উদ্যোগ এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে এখন আশাবাদী বিসিবি। চেন্নাইয়ের ল্যাবে সময় পাওয়ার অপেক্ষায় আছেন সাকিব। সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বোলিং করার অনুমতি পাবেন এই বাঁহাতি অলরাউন্ডার।এবি 
    ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জয় টাইগারদের
    ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতে ব্যাট করে ক্যারিবিয়দের ১৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টাইগাররা। জবাবে স্বগতিকরা ১০২ রানে অলআউট হলে হলে জয় নিশ্চিত হয় সফরকারীদের। বোলারদের জন্য সহায়ক উইকেটে কার্যকর ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন শামীম হোসেন পাটোয়ারি। তা নিয়ে পরে জ্বলে উঠলেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসানদের তোপে পেরে উঠেনি ক্যারিবিয়ানরা।বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৭  রানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছেন এক ম্যাচ হাতে রেখেই। এদিনও আগে ব্যাটিং পেয়ে শামীমের ১৭ বলে ৩৫ রানে ভর করে ১২৯ রান করে লিটন দাসের দল। জবাবে স্বাগতিক দল থেমে যায় ১০২  রানে। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে দিতে ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার তাসকিন।রান তাড়ায় নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারে ১৯ রান আসার পর তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন আহমেদ, ৩ বল পর তিনি ফিরিয়ে দেন আন্দ্রে ফ্লেচারকেও। জোড়া ধাক্কায় তাল হারানো ক্যারিবিয়ানদের টেনে তোলার ভার ছিল জনসন চার্লসের উপর। এই ওপেনার ভালো কিছুর আভাসও দিচ্ছিলেন, তবে শেখ মেহেদী হাসানের বলে এলবিডব্লিউতে কাটা পড়ে তিনি ফেরেন ১৪ রান করে। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার টেনে নিকোলাস পুরান মেহেদীর বলেই স্লিপে দেন সহজ ক্যাচ।শূন্য রানে জীবন পাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল টিকতে পারেননি বেশি। ৮ বলে ৫ রান করে তিনি হাসান মাহমুদের বলে ফিরে গেলে আশা নিভে যায় স্বাগতিক দলের, খানিক পর রোমারিও শেফার্ডের উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় তারা।এরপর আকিল হোসেনকে নিয়ে ৪৭ রানের জুটি আনেন রোস্টন চেজ, তবে তাতে লেগে যায় ৪৯ বল। ম্যাচের সমীকরণ ক্রমশ কঠিন হয়ে পড়লে আর কুলিয়ে উঠা হয়নি তাদের। রিশাদ হোসেনের এক ওভারে ৩৩ বলে ৩২ করা চেজের পর পরই খালি হাতে বিদায় নেন গুডাকেশ মোটি। জয়ের আনুষ্ঠানিকতা সারতে আর সমস্যা হয়নি।এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিলো না।  ছন্দ পেতে এদিন নিজেকে ওপেনিংয়ে আনেন লিটন। তাও লাভ হয়নি, আকিল হোসেনের টার্ন করা বলে ফ্লাইট মিস করে স্টাম্পিং হয়ে ফেরেন ২ রান করা বাংলাদেশ অধিনায়ক। প্রথমবার তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ তানজিদ হাসান। ৪ বলে ২ রান করে তিনি বোল্ড রোস্টন চেজের।সৌম্য সরকার উইকেটের আচরণ বুঝে টিকে থেকে রান আনার চিন্তায় ছিলেন। আফিফ হোসেনের বদলে আরেক পাশে নামা মেহেদী হাসান মিরাজ দুবার জীবন পেলেও রান বাড়াতে পারছিলেন বাকিদের থেকে বেশি। এই দুজনের জুটিতে ৩১ আসার পর রান আউটে বিদায় নেন ১৮ বলে ১১ করা সৌম্য । আলজারি জোসেফের বলে পুল করে ক্যাচ দেন ২৫ বলে ২৬ করা মিরাজ।রিশাদ হোসেনকে আগে নামিয়ে লাভ হয়নি, রান পাননি শেখ মেহেদী হাসানও। তবে গোটা সিরিজে ঝলক দেখানো জাকের আলি অনিক এদিনও থিতু হয়েছিলেন। যদিও স্লগ ওভারে দ্রুত রান আনার তাড়া মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ২১ করা ব্যাটার।এরপর শেষ দিকে দলের রান বাড়ানোর কারিগর শামীম। বাঁহাতি এই ব্যাটার আগের দিনের মতন এদিনও খুব বেশি বল খেলার সুযোগ পাননি, তবে মিটিয়েছেন দলের চাহিদা।এইচএ
    পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক: রিজওয়ান
    টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের গ্লানি নিয়ে এবার ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে পাকিস্তান। সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান জানিয়েছেন, পুরো দল একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়েই এগোচ্ছে।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত ২০২5 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এটি তাদের জন্য প্রস্তুতির মঞ্চ। সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিজওয়ান বলেন,"ওয়ানডেতে আমাদের ছন্দ ধরে রাখতে চাই। আমাদের দলে প্রত্যেক খেলোয়াড়ই অধিনায়ক। আমরা কখনোই 'আমি' বলি না, সবসময় 'আমরা' শব্দটি ব্যবহার করি।"পাকিস্তানের সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স বেশ ভালো। দলটি তাদের শেষ দুটি সিরিজে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়েকে হারিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পার্লে প্রোটিয়াদের বিপক্ষে টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে পাকিস্তান।এসএফ
    গ্রুপসেরা হয়ে সুপার ফোরে বাংলাদেশ
    অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে বিশাল ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৪৯ রান। জান্নাতুল মাওয়ার অপরাজিত ৪৫ রান এবং সাদিয়া আফরিনের ৩১ রানের ঝোড়ো ইনিংস দলকে প্রতিযোগিতামূলক স্কোর এনে দেয়।জবাবে মালয়েশিয়ার ব্যাটাররা বাংলাদেশের বোলিং তোপে টিকে থাকতে পারেনি। ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক দল। মালয়েশিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫ রান আসে ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুনের ব্যাট থেকে।বাংলাদেশের হয়ে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে মাত্র ৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৩ উইকেট নেন মাত্র ৫ রানে। লেগ স্পিনার আনিসা আক্তারও ছিলেন দুর্দান্ত, ৫ রানে নেন ২ উইকেট।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫জান্নাতুল মাওয়া: অপরাজিত ৪৫সাদিয়া আফরিন: অপরাজিত ৩১মালয়েশিয়ার বোলার মারসিয়া: ৪-০-১৯-৩মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯সর্বোচ্চ স্কোরার: নুর আলিয়া (৫ রান)নিশিতা আক্তার: ৩.৫-১-৩-৫হাবিবা ইসলাম: ৪-১-৫-৩ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।প্লেয়ার অব দ্য ম্যাচ: জান্নাতুল মাওয়া।দুর্দান্ত এই জয়ের মাধ্যমে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের জন্য শক্ত বার্তা দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। দলের সেরা পারফরমারদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ট্রফি জয়ের স্বপ্নও বাস্তবে রূপ নিতে পারে।এসএফ 
    তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন লিপু
    গণমাধ্যমের সামনে আসা বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।এ সময় লিপু বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা আশার খবর। আমার বিশ্বাস অতি দ্রুত আমরা জানতে পারব, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি উপলব্ধি থাকবেন কি না। যদি তিনি থাকেন, সেটা দারুণ ব্যাপার হবে।’লিপু আরও জানান, ‘পূর্ববর্তী বোর্ডের অধীনে কিছু মতপার্থক্য ছিল, কিন্তু এখন নতুন বোর্ডের অধীনে আশার আলো দেখা যাচ্ছে। তামিম মাঠে ফিরেছেন, যা ইতিবাচক।’তামিম সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে জাতীয় দলে খেলেছিলেন, তবে নির্বাচক কমিটি তার পুনঃপ্রবেশ নিয়ে আলোচনা করবে। লিপু বলেন, ‘তামিম এখন বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছে, আর আমরা তার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবো।’তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ফিটনেস ও প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘তামিমকে শাণিত ও ফিটনেস উন্নত করতে হবে। তিনি নিশ্চয়ই জানেন বৈশ্বিক আসরে খেলার জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়।’এসএফ 
    বিজয়ের দিনে ক্রিকেটে পুরুষদের পাশাপাশি মেয়েরাও এনে দিলেন জয়
    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের সুখবর দেয়ার পর এবার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলেন।সোমবার (১৬ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টি বাগড়ায় ১৭ ওভারে নেমে আসে ম্যাচ।টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারে তুলে ফেলেছিল ৪৭ রান। এ সময় ২ উইকেটের পতন হয় লঙ্কান মেয়েদের। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢিমেতালে চলে রানের চাকা। এছাড়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পরে নির্ধারিত ১৭ ওভার শেষে ৮ উইকেটে ৯৪ রান করে শ্রীলঙ্কার মেয়েরা।অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।এসএফ
    বিজয়ের দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়
    ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট ভিনসেন্টে সময়টা ১৫ ডিসেম্বরের শেষ প্রহর। হাজার কিলোমিটার দূরের বাংলাদেশে ঘড়ির কাটায় এরই মধ্যে ১৬ ডিসেম্বর। আজকের দিনে বাংলাদেশ পালন করছে বিজয়ের ৫৩ বছর। ১৬ই ডিসেম্বরের সকালে দেশের মানুষের উৎসবের উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো টিম টাইগার্সের শ্বাসরুদ্ধকর এক জয়ের সুবাদে।সুদূর ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টানটান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। ক্রিজে তখনো ছিলেন বিধ্বংসী ব্যাটার রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ডের সঙ্গে যার ৩৩ বলে ৬৭ রানের জুটি বাংলাদেশের জয়টাকে অনেকখানি বিলম্বিত করেছে। হাসান মাহমুদের শেষ ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হলেন তিনি। সেখানেই মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। এরপর এক বল বিরতি দিয়ে বোল্ড আলজারি জোসেফ। তাতেই নিশ্চিত দারুণ এক জয়।দেয়ালে পিঠ ঠেকে গেলেই বাংলাদেশের আসল পারফরম্যান্সের দেখা মেলে। ক্রিকেটপাড়ায় বহুল চর্চিত এই বাক্যটাই যেন পূর্ণতা পেল নতুন করে। ওয়ানডে সিরিজ হারের পর সমালোচনার তীরে বিদ্ধ ছিল বোলিং লাইনআপ। বিশেষ করে ৩২১ রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছিল দল। আজ সেই বোলাররাই হলেন জয়ের মুখ্য নায়ক। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচের শুরুতে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। প্রথম ওভারেই হাসান মাহমুদ ১ রান দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন কাজটা কঠিন হচ্ছে স্বাগতিকদের জন্য। পরের ওভারেই তাসকিন আহমেদ নিয়েছেন প্রথম উইকেট। ব্রেন্ডন কিংয়ের ব্যাটের কানায় লেগে বল চলে যায় মিড অফ অঞ্চলে। ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। নতুন ব্যাটার নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদি হাসানের বলটায় ব্যাট ছোঁয়ানো হয়নি। ফলাফল স্ট্যাম্পিং। এরপরেই তানজিম হাসানকে ২টি ছক্কা আর ১টি চার মেরেছেন জনসন চার্লস। চার মেরেছেন মেহেদী হাসানকেও। তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস।।পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। আর তার ফলাফল পরের ওভারে পেলেন মেহেদি। তার স্কিড করা বল আন্দ্রে ফ্লেচারের ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। এক বল বিরতি দিয়েই সেই মেহেদি-লিটন কম্বিনেশনে আউট হয়েছেন রস্টন চেজ। শেখ মেহেদি স্পেল শেষ করেন ৯ রানে ৪ উইকেটের বিনিময়ে। বাংলাদেশকে মূলত চালকের আসনে বসিয়ে দেয় ওই স্পেলটাই। কিন্তু সেই চার ওভার শেষ হতেই মূলত টাইগার বোলারদের ওপর চেপে বসেন রভম্যান পাওয়েল। গুদাকেশ মোতিকে নিয়ে চেষ্টা করেছিলেন ইনিংস মেরামতের। তবে সেই চেষ্টা ব্যর্থ করেছেন তানজিম সাকিব। খানিক পরেই আকিল হোসেনকে ফেরান রিশাদ। ৬১ রানেই নেই ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট। এমআর
    আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করলো আইসিসি
    ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) ইএসপিএনক্রিকইনফোর এক খবরে বলা হয়, অ্যাকশন অবৈধ হওয়ায় (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড)  ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।বিসিবি জানিয়েছে, ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনস্থ প্রতিযোগিতাগুলিতে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে, সাকিব বাংলাদেশের বাইরের কোনো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না। মূলত আইসিসির বোলিং অ্যাকশন সংক্রান্ত আইনের কারণেই সাকিবের এই নিষেধাজ্ঞা। যেখানে ১১.৩ ধারায় বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ-বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাষ্য, আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের বিধি ১১.৩ অনুযায়ী, যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন একজন খেলোয়াড়কে তাদের ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে এই নিষেধাজ্ঞা আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ক্রিকেটে এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলোর ঘরোয়া প্রতিযোগিতায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। এটি আনুষ্ঠানিক নোটিশ পাওয়ার পরপরই প্রযোজ্য হয়, কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।তবে বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। এই ব্যাপারে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এফএস
    বাংলাদেশেও কি ‘নিষিদ্ধ’ হবেন সাকিব, বিসিবি যা বলছে
    ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিকে এসে বড় সংকটে পড়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে বোলিং অ্যাকশনে ত্রুটির কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। তবে বাংলাদেশে তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া লিগে তার বোলিং নিয়ে কী সিদ্ধান্ত আসবে, সেটি এখন সবার কৌতূহলের বিষয়।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিং অ্যাকশনকে "অবৈধ" হিসেবে ঘোষণা করার পর তাকে সে দেশের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে ইসিবির এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব ফেলবে কি না, তা নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড়ের বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়ে, তবে তাকে পুনরায় পরীক্ষার মাধ্যমে তা প্রমাণ করতে হবে যে তার অ্যাকশন সঠিক। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ থাকবে। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ জাতীয় ফেডারেশন চাইলে দিতে পারে।বিসিবির অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, সাকিব ঘরোয়া ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের জন্য তাকে আইসিসির নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।ইসিবির পরীক্ষায় সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো ধরা পড়েছে। ফলে তাকে লাফবরো বিশ্ববিদ্যালয়ে বা আইসিসি স্বীকৃত অন্য কোনো পরীক্ষাগারে নতুন পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় সফল হলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং অনুমোদিত হবে।সাকিবের দেশে ফিরে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তাকে ভক্তদের সমালোচনার মুখে ফেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করলেও, জনরোষের কারণে তা সম্ভব হয়নি।বিপিএল খেলতে সাকিবের আইনি বা নিয়মগত কোনো বাধা নেই। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে ঘিরে জনমতের প্রতিক্রিয়া এবং বিসিবির সিদ্ধান্ত তার খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।এসএফ  
    ‘বর্ষসেরা’ ফুটবলার হলেন কিলিয়ান এমবাপ্পে
    মৌসুমে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব জয় করেছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার (১৪ ডিসেম্বর) ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ এই পুরস্কারের ঘোষণা দেয়।এমবাপ্পে, যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলেন, তবে এই পুরস্কারটি তিনি পিএসজির হয়ে শেষ মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য অর্জন করেছেন। গত মৌসুমে পিএসজির হয়ে তিনি ৫২ গোল করেন এবং দলকে জেতান লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হিসেবে তিনি দলকে ইউরো ২০২৪ এর সেমিফাইনালে নিয়ে যান।এটি এমবাপ্পের জন্য চতুর্থবার ফ্রান্সের সেরা ফুটবলারের খেতাব। রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ২২ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি।এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা, তৃতীয় স্থানে এসি মিলানের গোলরক্ষক মাইক মেইগনান, এবং চতুর্থ ও পঞ্চম স্থানে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ সতীর্থ এডুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়ান চুয়ামেনি রয়েছেন।এসএফ 

    Loading…