এইমাত্র
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন
  • সেন্টমার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
  • ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু
  • প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
  • মেসির শরীরে লাগানো ক্যামেরায় লাইভস্ট্রিম হবে ম্যাচ!
  • বাবা-মা হারা তিন শিশুর কাঁধে ‘ঋণের বোঝা’
  • রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আলটিমেটাম
  • গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালালমুক্ত করতে ১৫ দিনের আল্টিমেটাম
  • ব্যারিস্টার সুমন প্রতারণা করে এমপি হয়েছে: পিপি
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    শিক্ষাঙ্গন

    শেকৃবিতে ২ দিন ব্যাপী খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

    শেকৃবিতে ২ দিন ব্যাপী খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

    রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সকল আবাসিক হলের ক্যান্টিন, ডাইনিং ও ক্যাফেটেরিয়ার মালিক ও কর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ফুড সেফটি ডিপার্টমেন্ট স্নাতকোত্তর ২য় ব্যাচের অরিয়েন্টেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

    এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. বেলাল হোসেন, প্রোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন অধ্যাপক ড. সালাউদ্দিন আহমেদ, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলাম, জাইকা-এসটিআইআরসি প্রকল্পের টিম লিডার আতসুশি কায়ামা, সিনিয়র কনসালটেন্ট মাসুদ আলম সহ সিনিয়র শিক্ষক ও ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।

    অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য গ্রহন ও সুষম বন্টনের বিষয়টি বিশেষভাবে আলোকপাত করেন। বক্তারা বলেন, খাদ্যের পর্যাপ্ত উৎপাদন আছে কিন্তু সঠিক বিজ্ঞানসম্মত পরিচর্যা নেই। তাই খাদ্য গ্রহনের সময় উপকারের চিন্তা করলেও বিভিন্ন ধরনের ভেজাল থাকায় তার ক্ষতির কারণ হয়ে দারায়। তাই বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে ভেজালমুক্ত খাদ্য গ্রহনের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, উন্নত জীবন মানের জন্য বিশুদ্ধ খাদ্য গ্রহন মানুষের বিশেষ মৌলিক অধিকার। পুরো পৃথিবীতে খাদ্য উৎপাদন পর্যাপ্ত হয় কিন্তু সঠিক বন্টন নাই। যেখানে আফ্রিকায় ২০.৮ শতাংশ মানুষ ক্ষুধার্ত থাকে। এশিয়ায় ৮.২ শতাংশ পর্যাপ্ত খাবার পায় না, এমনকি উন্নত দেশ ল্যাটিন আমেরিকাতেও ৬.৯ শতাংশ মানুষ পর্যন্ত খাবার পায় না। বর্তমান পরিস্থিতিতে সুষম বন্টন সময়ের দাবি। সেক্ষেত্রে ভাল মানের খাবার গ্রহনের জন্য জরুরী যারা রান্না করে তাদেরকে সঠিকভাবে পরিস্কার পরিচ্ছন্ন অবস্থা এবং পরিবেশে রান্না করা। শিক্ষার্থীরা ভালো থাকলে পড়ালেখার উন্নতি শরীর মন সকল বিষয়ে উন্নতি হবে।

    উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর টেকনিক্যাল সেশন শুরু হয় এবং এই প্রশিক্ষনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামীকাল ফিল্ড ভিজিটের ব্যবস্থা রয়ছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…