এইমাত্র
  • আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্তে সরকার
  • পিকেএসএফ বাংলাদেশের জন্য একটি মডেল প্রতিষ্ঠান: অর্থ উপদেষ্টা
  • বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই
  • চূড়ান্ত আন্দোলনের ডাক ইমরান খানের
  • অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে: আসিফ মাহমুদ
  • সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার
  • ভারতে শেখ হাসিনার ১০০ দিন: কীভাবে রয়েছেন, সামনেই বা কী?
  • পাকিস্তানেই থাকছে কী ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির নতুন ভিডিও প্রকাশ
  • এবার ‘এক্স’ বয়কট ঘোষণা করল ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান
  • জলবায়ু সংকট মোকাবিলায় ‘তিন শূন্য’ ধারণা তুলে ধরলেন ড. ইউনূস
  • আজ বৃহস্পতিবার, ৩০ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি কোহিনূর, মহাসচিব আকন্দ

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

    ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি কোহিনূর, মহাসচিব আকন্দ

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

    ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় ( ২০২৫-২৭) তিন বছর মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য মোঃ শরাফ উদ্দিন কোহিনূর ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রব আকন্দ।

    মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জিলা মটর মালিক সমিতির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা হারুনের আহবানে সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিতদের নাম ঘোষনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন।

    এছাড়া ৭৯ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সচিব (সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খোরশেদ (কোচ), আবু সাঈদ (বাস), শহিদুল আলম খসরু (ট্রাক), মহিউদ্দিন বেলাল (মিনিবাস)। অর্থ সচিব পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান লিটন। অতিরিক্ত সচিব (অতিরিক্ত সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল আলম শামীম (বাস), হাবিবুল্লাহ ডালিম (ট্রাক), হেলাল (মিনিবাস)। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মঞ্জু তালুকদার, সামসুদ্দোহা মাসুম, আশরাফ হোসেন এলেন, মোহাম্মদ নজরুল ইসলাম, ইকবাল আহম্মেদ চৌধুরী বাবলা, শহিদুল হক, শরিফ, আবু মিয়া ও একেএম ওয়াহিদুজ্জামান টুটুল। যুগ্ম সচিব (যুগ্ন সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ১২ জন। সহ-সচিব (সহ-সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন ৪ জন এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৩৪ জন।

    এর আগে, জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মটর মালিক সমিতির সাবেক সহ সভাপতি মঞ্জু তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ভূইয়া, ইকবাল চৌধুরী বাবলা, মহানগর বিএনপির সন্মানিত সদস্য সৈয়দ শাহ শরীফ মটর মালিক সামসুদ্দোহা মাসুম, সাইদুল ইসলাম, তানভীর আহমেদ রানা, মোঃ শরিফ, তানজীন চৌধুরী লিলি, আব্দুল কাদির, মাহবুব আকন্দসহ প্রমুখ।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা মটর মালিক সমিতির সদস্য,বাস মালিকবৃন্দ প্রমুখ।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…