"বিজয়ের দ্যুতিতে জাগে প্রাণ, বৈষম্য রুধিতে করি জীবন দান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার মহান বিজয় দিবস ও তাদের প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৪ উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
১৬ ডিসেম্বর (সোমবার), বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ বেতারের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মনোয়ার হোসেন মৃধা। প্রধান অতিথি: বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ। বিশেষ অতিথি:বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমদ। উপ-পরিচালক (বার্তা) মোহাম্মদ শরীফুল কাদের।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতারের পরিচালক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের সংগীত পরিবেশনার মাধ্যমে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।