ইন্ডিয়া জোটের প্রধান দুই রাজনৈতিক দল কংগ্রেস ও আম আদমি পার্টি (এএপি) দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।আর দল দুটির দ্বন্দ্বে এমন সময় জড়াচ্ছে যখন,দিল্লিতে নির্বাচনের আর বেশিদিন নেই। এরই মধ্যে আম আদমি পার্টি জানিয়েছে, তারা কংগ্রেসকে জোট থেকে সরানোর জন্য অন্যান্য দলের সঙ্গে আলোচনা করবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন বলছে, কংগ্রেসের ওপর ক্ষুব্ধ হওয়ার কারণ কংগ্রেস আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছে, তিনি ‘অস্তিত্বহীন’ কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণকে ভুল পথে পরিচালিত ও প্রতারিত করছেন।যুব কংগ্রেস তাদের অভিযোগে দাবি করেছে, এএপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। কংগ্রেস আরও অভিযোগ করেছে, এই মিথ্যা প্রচারের মাধ্যমে তারা জনসাধারণের অর্থের অপব্যবহার করছে।
এই ঘটনার মধ্যে দিল্লির কংগ্রেস নেতারা এএপির বিরুদ্ধে আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছেন। দিল্লি নির্বাচনে চতুর্থবারের জন্য জয়লাভের চেষ্টা করছে এএপি।
দিল্লির রাজনৈতিক অঙ্গনে কংগ্রেস ও এএপির মধ্যে এই দ্বন্দ্ব বিরোধী ঐক্যের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কেজরিওয়াল এবং তাঁর দল দিল্লি নির্বাচনে একা প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে।
তবে, এই ঘটনা ইন্ডিয়া জোটের ঐক্য ও কার্যকারিতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
এফএস