নাটোরের গুরুদাসপুরে অনুমোদন বিহীন ৯টি ইটভাটাকে ২৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধা পর্যন্ত অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ সালমা আক্তার।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সালমা আক্তার বলেন,‘গুরুদাসপুর পৌর সদরসহ উপজেলায় মোট ১৩টি ইটভাটার মধ্যে ১১টির-ই লাইসেন্স নেই। প্রাথমিকভাবে এসব ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। রোববার গুরুদাসপুর পৌর সদরের ৫টি ও মশিন্দা ইউনিয়নের ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়।
তবে সময় স্বল্পতার কারণে পৌর সদরের জাহিদ হোসেনের মেসার্স এমডিবি ও জহুরুলের মেসার্স এমএমবি বিকস নামের দুটি ইটভাটায় অভিযান দেওয়া সম্ভব হয়নি। খুব শিগগিরি অবৈধ এসব ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে বলেও তিনি জানান।’
এফএস