নেত্রকোনায় মেডিকেল কলেজের স্থান দ্রুত নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের দাবিতে মানব্বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পৌর সভার মোড়ে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি।
বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আয়োজক কমিটির সম্পাদক আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজনসহ সাংবাদিক কবি সাহিত্যিক ও সুশীল সমাজের নেতারা।
সাংবাদিক এক কে এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক ভজন দাস ও সাংবাদিক পল্লব চক্রবর্তীসহ অন্যরা বলেন, কলেজটির কার্যক্রম শুরুর ৬ বছর অতি বাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। ফলে অবকাঠামো নির্মাণ না হওয়ায় এই কলেজের ভবিষ্যত অনিশ্চিত। আমরা বিভিন্ন ভাবে জানতে পেরেছি অর্থ সংকট দেখিয়ে কলেজটি বাতিলের প্রক্রিয়া চলছে। তা যেন না হয় তাই এই সরকারের প্রতি অনুরোধ রাখেন বক্তারা।
এআই