এইমাত্র
  • আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
  • আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
  • হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
  • শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ ও আসিফ মাহমুদ
  • ‘হাদির বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন প্রজন্মকে ধারণ করতে হবে’
  • প্রথম আলো কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
  • যার স্বপ্নিল চোখে ছিল ইনসাফের বাংলাদেশ
  • অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ
  • হাদির হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা
  • চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর
  • আজ শুক্রবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    কুয়াকাটায় চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

    পটুয়াখালীর কুয়াকাটায় ‘মিথ্যা চাঁদাবাজি মামলা’ দিয়ে হয়রানির অভিযোগ তুলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার ১৮ (ডিসেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটা সংলগ্ন খাপড়াভাঙ্গা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ‘ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা’ দায়ের করা হয়েছে। এতে করে একটি পরিবার দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিকভাবে হয়রানির শিকার হচ্ছে। তারা অবিলম্বে এই হয়রানি বন্ধ করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

    কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নিরপরাধ রহিম খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও তাকে অব্যাহতি প্রদান, অর্থের বিনিময়ে একতরফা ও পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলাটির পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করা।

    ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার একটি জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই মামলার সূত্রপাত। কাগজপত্র অনুযায়ী জমির মালিকানা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে নিজেদের বৈধ জমি ভোগদখলের উদ্যোগ নিলে রহিম খান গংদের ফাঁসাতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয় বলে অভিযোগ ওঠে।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের কথা থাকলেও তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি।’ তারা দাবি করেন, নিরপেক্ষ ও পুনঃতদন্ত ছাড়া এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

    মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং তাদের দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…