সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
১১ জানুয়ারী বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ওই উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি।
নিহত ব্যক্তির নাম মোছা. রিমু বেগম (২৬)। তিনি একই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। মান্নান পেশায় একজন দিনমজুর।
এসব তথ্য নিশ্চিত করেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর।
তিনি বলেন, রিমুর বাড়ির আঙিনায় কিছু ছেলে-মেয়ে শীতের কারণে খড়কুটা দিয়ে আগুন জ্বালায়। সেখানে রিমু আগুন পোহানোর জন্য এসে দাঁড়ান। তখনই তার পরিধেয় পোশাকে আগুন লাগে। স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।