ঝালকাঠির কাঁঠালিয়ায় রিতা রানী পাল (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ মে) সকালে উপজেলার উপজেলার মরিচবুনিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ মরিচবুনিয়া গ্রামের নকুল চন্দ্র দাসের মেয়ে রিতা রানী পালের সাথে শনিবার রাতে স্বামী মহাদেব পালের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এরই জেরে রিতা রাতে বিষপান করে ছটফট করতে থাকেন।
পরে স্বামী মহাদেব পাল আশপাশের লোকজন নিয়ে রিতা রানীকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই রিতা রানীর মৃত্যু হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানালে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি, তাই লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।