শুক্রবার (০২ জুন) তখন রাত ১০টা। ওই সময় বড় বোনের জন্ম নিবন্ধন ব্যবহার করে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে বিয়ে আয়োজন করেন স্বজনরা।
কিন্তু শেষ রক্ষা হয়নি। কাজী অফিসে হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বর ও কনের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন কাজী অফিসে।
জানা যায়, যাত্রাপাশা গ্রামের বশির উদ্দিন আনোয়ারের মেয়ে ও যাত্রাপাশা জুনিয়র বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সঙ্গে একই উপজেলার মজলিশপুর গ্রামের জমির উদ্দিনের প্রবাসী ছেলে রায়হানের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু মেয়ে বয়স কম হওয়ায় তার বিবাহিত বড় বোন খাদিজার নামের জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে রেজিস্ট্রেশন করছিলেন অভিভাবকরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ কাজী অফিসে হানা দেন। এ সময় বাল্যবিয়ের দায়ে বরের বাবা জমির উদ্দিন ও কনের বাবা বশির উদ্দিনকে ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, অভিযোগ পেয়ে বর ও কনের বাবাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিয়ে বন্ধ করে উভয়পক্ষের কাছ থেকে মুচলেকাও নেয়া হয়।