মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে ফেরার পথে ভোলার লালমোহন উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসক। বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলার ফরাজি বাজার এর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিল্লোল বোরহানউদ্দিন উপজেলার মুলাই পত্তন গ্রামের কাজল দের ছেলে। তিনি লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
স্থানীয় সূত্র জানায়, সকালে বোরহানউদ্দিন থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল লালমোহনে ফিরছিলেন হিল্লোল। পথে ফরাজি বাজার এর পাশে বাকলাই এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রাস্তার পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে, তবে চালক আগেই পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে।
এআই