চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দিতে ইউনিয়নে ভাগ্নে আরিফের (২২) ছুরিকাঘাতে খুন হয়েছেন মামা মানিক মিয়া (৩৭)।
শনিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুর দেড় টায় দক্ষিণ চরমাছুয়ার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া দক্ষিণপাড়ার মৃত আসাদ আলীর ছেলে। অন্যদিকে অভিযুক্ত আরিফ একই গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দক্ষিণ চরমাছুয়ার পূর্বপাড়া গ্রামে পাশাপাশি বাড়িতে মামা মানিক ও ভাগ্নে আরিফ তার পরিবার নিয়ে থাকতেন। আজ শনিবার সকালে মামা মানিক মিয়া তার সৎ বোন কে পানি এনে দেওয়ার জন্য ডাকেন। কিন্তু বোনের কোন সারা-শব্দ না পেয়ে উঠে গিয়ে মানিক দেখেন তার সৎ বোন ও ভাগ্নে আরিফের মাঝে কথাবার্তা চলছে।
এসময় মানিক তাদের মধ্যে প্রেম চলছে জানিয়ে রাগান্বিত হয়ে পড়েন। পরে চিৎকার-চেঁচামেচি শুনে মানিকের স্ত্রী আসলে কথা কাঁটাকাটির এক পর্যায়ে মাদকাসক্ত আরিফ তার আপন মামীকে প্রেম করার প্রস্তাব দেন। এই ঘটনায় তার মামী তাকে চড়-থাপ্পর দিলে খবর পেয়ে আরিফের বাবা আনোয়ার চৌকিদার দ্রুত বাড়িতে ছুঁটে গিয়ে ছেলেকে মারধর করার জন্যে তারা মামার উপর ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন দুই পরিবার।
এর একপর্যায়ে উত্তেজিত হয়ে ভাগিনা আরিফ ছুরি হাতে নিয়ে মামা মানিক মিয়ার বুকে উপর্যুপরি আঘাত করে। এ সময় তিনি রক্তাক্ত হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন মানিক মিয়াকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় বর্তমানে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, আরিফ ও তার মা লুৎফা বেগমকে আমরা আটক করেছি। ঘটনাস্থল থেকে খুঁনের কাজে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে এবং লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পিএম