এইমাত্র
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

    ১০ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম

    ১০ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম

    তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। যেখানে শুরুতেই দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিল কিউইরা। তবে মাত্র ১০ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়েছে দলটি।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রান।

    বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফিন অ্যালেন ও উইল ইয়ং।

    উইকেট ধরে রেখে খেলতে গিয়ে ধীর গতিতে এগোতে থাকে সফরকারীরা। ৪.৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৯ রান জমা করেন দুই কিউই ওপেনার। এরপর শুরু হয় বৃষ্টি।

    বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। যেখানে প্রথম থেকে নবম ওভার প্রথম পাওয়ার প্লে, দশম থেকে ৩৪তম ওভার দ্বিতীয় পাওয়ার প্লে এবং ৩৫তম থেকে ৪২তম ওভার তৃতীয় পাওয়ার প্লে হিসেবে নির্ধারিত হয়।

    নতুন করে খেলা শুরু হওয়ার পর উইকেটের দেখা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই নুরুল হাসান সোহানের চোখ ধাঁধানো ক্যাচে ৯ রানে আউট হন অ্যালেন।

    নিজের পরের ওভারে ফের উইকেটের দেখা পান মুস্তাফিজ। এবার তিনি ফেরান চাঁদ বোয়েসকে। তিনে নামা এ কিউই ব্যাটার করেন মাত্র ১ রান। মাত্র ১৬ রানে দুই উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে নিউজিল্যান্ড।

    এ অবস্থায় দলের হাল ধরেন হেনরি নিকোলস ও ইয়ং। দুজনের বড় জুটিতে পাল্টা প্রতিরোধ গড়ে কিউইরা। ক্রমেই ভয়ংকর হতে থাকে এই জুটি। তবে শেষ পর্যন্ত তা ভাঙেন মুস্তাফিজুর রহমান।

    দ্য ফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪৪ রানে সাজঘরে ফেরেন নিকোলস। এর মাধ্যমে ভেঙে যায় ইয়ংয়ের সঙ্গে তার ৯৭ রানের জুটি। সঙ্গীকে হারানোর পরপরই আউট হন ইয়ং।

    নাসুম আহমেদের বলে স্ট্যাম্পড আউট হন ইয়ং। এর আগে ৫৮ রান করেন তিনি। একই ওভারে ফেরেন রাচীন রবীন্দ্রও। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হন এ অলরাউন্ডার।

    মাত্র ১০ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে এখন লড়ছেন টম ব্লান্ডেল ও কোল ম্যাককঞ্চি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…