উত্তর আমেরিকায় বৃহত্তম দক্ষিণ এশিয় চলচ্চিত্র উৎসব হিসেবে খ্যাত 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো'। সংক্ষেপে তা 'আইএফএফএসএ টরন্টো' বলেই পরিচিত।
এবার সেই উৎসবে বাংলাদেশের সিনেমা 'মেঘনা কন্যা'র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী।
জানা গেছে, আগামী ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে এ চলচ্চিত্র উৎসব। ফুয়াদ চৌধুরীর সিনেমাটি দেখানো হবে আগামী ১৫ অক্টোবর। যা সেখানে সিনেপ্লেক্স সিনেমায় প্রদর্শিত হবে। এর মাধ্যমেই ছবিটি বিশ্বজুড়ে মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানান এর নির্মাতা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে অত্যন্ত সাবলীল উপায়ে সরল গল্পের মাধ্যমে এ সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি সৌমি, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন 'চিরকুট'খ্যাত শারমিন সুলতানা সুমি। চিত্রনাট্য লিখেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক।