এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নিহত সময়ের কণ্ঠস্বরের সাংবাদিকের পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

    নিহত সময়ের কণ্ঠস্বরের সাংবাদিকের পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

    দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের লালমনিরহাট প্রতিনিধি সাংবাদিক ইউনূস আলীর (৪৫) গত শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃতুবরণ করেন। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত হন তিনি।

    নিহত সাংবাদিক ইউনূস আলীর পরিবারের পাশে দাড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সমাজকল্যাণমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। এছাড়াও মন্ত্রী পরবর্তীতে নিহত সাংবাদিকের পরিবারকে আরও সহায়তার ঘোষণা দেন।

    শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহিত সাংবাদিক ইউনুস আলীর স্ত্রীর হাতে টাকা তুলে দেন মন্ত্রী।

    সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, প্রকৃত ঘটনা উদঘাটন করে বস্তুনিষ্ট সংবাদ তারা তুলে ধরে। তাদেরকে কেউ অবহেলা করবেন না।

    তিনি আরও বলেন, সাংবাদিকরা পত্রিকায় লেখালেখির মাধ্যমেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। রোদ বৃষ্টি তাদের কাছে কোনো কিছুই না।

    মন্ত্রী আরও বলেন, শুধু এক লাখ টাকায় নয়, তার দুই ছেলে সন্তান আছে তাদেরও খোঁজ খবর আমি রাখব। তাদের যেকোনো সমস্যায় আমার এখানে আসলে আমি তাদের পাশে দাঁড়াবো। আশা করছি, সন্তান দুটি মানুষের মতো হলে এই কষ্ট আর থাকবে না।

    অর্থ বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সমাজকল্যাণমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান এবং লালমনিহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

    প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর শনিবার জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে আদিতমারী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন সাংবাদিক ইউনুছ আলী।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…